বাড়িআলোকিত টেকনাফটেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ২ আদমপাচারকারী যুকক নিহত!

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ২ আদমপাচারকারী যুকক নিহত!

খাঁন মাহমুদ আইউব, স্টাফ রিপোর্টার।  
কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে পৌরসভার নাইট্যংপাড়ার রুবেল (২৩) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ওমর ফারুক নামের ২ মানব পাচারকারী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩ পুলিশ সদস্য। ঘটনা স্থল হতে ২টি দেশীয় বন্দুক,১১ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ,১৮ রাউন্ড কার্তুজের খালীখোসা উদ্ধার করা হয়েছে।সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া ঘাট এলাকায় এঘটনা ঘটে।টেকনাফ থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ নিহতরা আদমপাচার কারী বলে দাবী করেছেন।
তিনি জানান,রবিবার (২৩ জুন) দিবাগত রাতে থানা পুলিশের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে সদ্য দায়েরকৃত মানব পাচার মামলার ২ জন পলাতক অাসামি কে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাত ১টার দিকে মানব পাচার কাজে জড়িত সিন্ডিকেটের অন্যান্য সহযোগীদের আটক করার জন্য সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া নৌকা ঘাটে অভিযানে গেলে তার সহযোগীরা উপস্থিতি টের পেয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি ছূঁড়ে।এতে এসআই নুরুল ইসলাম,কনস্টেবল শামিম রেজা ও মহি উদ্দিন গুরুতর হয়।জবাবে পুলিশ পাল্টা গুলি ছূঁড়লে  তুপেরমূখে সন্ত্রাসীরা পিছু হটলেও আটককৃত আসামি রুবেল ও ওমর ফারুক গুলিবিদ্ধ হয়।পরে ঘটনা স্থল তল্লাশী করে অস্ত্র ও গুলিসহ গুলিবিদ্ধ ২ যুবক কে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।কিন্তু কক্সবাজার সদর হাসপাতাল তাদের মৃত ঘোষনা করে।
তিনি আরো জানান,সকালে লাশ দুটি হাসপাতাল থেকে জেলা মর্গে হস্তান্তর করা হয়েছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments