বাড়িআলোকিত টেকনাফটেকনাফে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত

টেকনাফে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত

টিটিএন

টেকনাফে কোভিড ১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে লক্ষ্যে এক করণীয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আবুল মনসুর, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহিদ হোসেন ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ শওকত আলী।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ভবতোষ রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রনয় রুদ্র, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আনন্দ ভৌমিক, হোয়াইক্যং ও সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন পরিবহনের নেতৃবৃন্দরা।

এবিষয়ে, সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন,’ কোভিড-১৯ বিস্তার রোধে সরকারি বিধি নিষেধসহ স্বাস্থ্যবিধি মানতে বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। পাশাপাশি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবির জামাতে মুসল্লিদের উপস্থিতির সংখ্যা বিধি নিষেধ রক্ষার্থে আলোচনা করা হয়।’  টিটিএন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments