বাড়িআলোকিত টেকনাফটেকনাফে কোরবানির হাটে সেবা দিচ্ছে“ভেটেরিনারি মেডিকেল টিম”

টেকনাফে কোরবানির হাটে সেবা দিচ্ছে“ভেটেরিনারি মেডিকেল টিম”

প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজারের টেকনাফ উপজেলার স্থায়ী—অস্থায়ী কোরবানির হাট গুলোতে সেবা দিয়ে যাচ্ছে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি মেডিকেল টিম”। পাশাপাশি কভিড—১৯ মহামারীর এই সময়ে ঘরে বসে কোরবানির পশু ক্রয়—বিক্রয়ের জন্য উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে চালু রয়েছে“অনলাইন কোরবানির পশুর হাট, টেকনাফ, কক্সবাজার”।

উপজেলা প্রাণি সম্পদ দপ্তর সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার কোরবানি হাট গুলোতে সেবা প্রদানের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে তিনটি“ভেটেরিনারি মেডিকেল টিম”গঠনকরা হয়েছে। ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ মুহিবুল্লাহ, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকতার্ ডাঃ সাজ্জাদ হোসেনএবং উপ—সহকারী প্রাণি সম্পদ কর্মকতা (সম্প্রসারণ) আব্দুর রহিম আজাদের নেতৃত্বে টিমের অন্যান্য সদস্যরা হচ্ছেন উপ—সহকারী প্রাণিসম্পদ কর্মকতার্ (সম্প্রসারণ) নুরুল আলম মিয়া, উপ—সহকারী প্রাণি সম্পদ কর্মকতা (প্রাণিস্বাস্থ্য) হারাধন চন্দ্র সুশীল এবং ভেটেরিনারি মাঠ সহকারী সৌরভ দেবনাথ, এলএফএ আল মমিয়া, এলএফএ আপেল মাহমুদ, এলএসপি নুরুল আমিন, এলএসপি আব্দুর রহমান, এলএসপি খালেদা আক্তার, এলএসপি আইয়ুব আলী, এলএসপি রফিকুল ইসলাম এবং প্রাণি সম্পদ সেবা কমী ইব্রাহিম শেখ প্রমুখ

টিম গুলোর কাজ সমন্বয় এবং তদারকি করছেন উপজেলাপ্রাণি সম্পদ কর্মকতা ডাঃ মোহাম্মদ শওকত আলী।
ইতোমধ্যে টেকনাফ উপজেলার বিভিন্ন স্থায়ী—অস্থায়ী কোরবানির পশুর হাটে সেবা দিয়েছে“ভেটেরিনারি মেডিকেল টিম”। কোরাবানির হাটে আগত ক্রেতা—বিক্রেতারা“ভেটেরিনারি মেডিকেল টিম”এর সেবায় সন্তোষ প্রকাশ করেন।’

উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ মুহিবুল্লাহ বলেন— ‘“ভেটেরিনারি মেডিকেল টিম”এর মাধ্যমে কোরবানীর হাটে আগত অসুস্থ গবাদি পশুর চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।  হরমোন ও স্টেরয়েড ব্যবহৃত গবাদিপশু সনাক্ত করার জন্য মনিটরিং করা হয় এবং হাটে আগত ক্রেতা—বিক্রেতাদের মাঝে কোরবানির আগে—পরে করণীয় বিষয়ক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া কভিড—১৯ মহামারীর এই সময়ে ঘরে বসে অনলাইনে পশু ক্রয়—বিক্রয়ে ক্রেতা—বিক্রেতাদের উদ্বুদ্ধ করা হয়।’
উপজেলা প্রাণি সম্পদ কর্মকতা ডাঃ মোহাম্মদ শওকত আলী বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণি সম্পদ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী টেকনাফ উপজেলার কোরবানীর হাট গুলোতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে“ভেটেরিনারি মেডিকেল টিম”এর কার্যক্রম চলমান রয়েছে।

গত ১৫ জুলাই থেকে চলমান এই সেবা ঈদ—উল—আযহার পূর্ব দিন পর্যন্ত অব্যাহত থাকবে। পাশাপাশি অনলাইন কোরবানির পশুর হাটের কার্যক্রমও ঈদের পূর্ব দিনপর্যন্ত চলমান থাকবে।’

RELATED ARTICLES

Most Popular

Recent Comments