বাড়িআলোকিত টেকনাফটেকনাফে গত দুইদিনে ৩,৬০০ গরীব, দুঃস্থ অসহায় পরিবারের মাজে ৩৬০০০ কেজি চাউল...

টেকনাফে গত দুইদিনে ৩,৬০০ গরীব, দুঃস্থ অসহায় পরিবারের মাজে ৩৬০০০ কেজি চাউল বিতরণ করেন এমপি বদি

মিজানুর রহমান মিজান, আলোকিত টেকনাফ ডটকমঃঃ

টেকনাফ পৌরসভার ৫ নং ওয়ার্ডের ৬ শত সহায়হীন পরিবারের মাজে ১০ কেজি করে মোট ৬০০ কেজি চাউল করেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য অালহাজ্ব অাবদুর রহমান বদি পক্ষে কাউন্সিলর রেজাউল করিম (মানিক) । তিনি ১১ই  আগস্ট বৃহস্পতিবার সকালে টেকনাফ পাইলট মাঠের উত্তর পাশে গাওছি মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ এই চাল বিতরন করেন।

এর আগে টেকনাফ পৌরসভার  ১,২,৩ এবং ৪  ওয়ার্ডের  ৩০০০ পুরুষ ও মহিলাদের মাজে ১০ কেজি করে মোট ৩০০০০ কেজি চাউল বিতরন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য অালহাজ্ব আবদুর রহমান বদি। তিনি ১০ই  আগস্ট বুধবার সকালে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে  এই চাউল বিতরন করেন।

এসময় এমপি বদি বলেন, আওয়ামীলীগ জনগনের সরকার। জনগনের ভাগ্য উন্নয়ন, ক্ষুধা ও দারিদ্র বিমোচনে জননেত্রী শেখ হাসিনা কাজ করছে। এরই অংশ হিসেবে টেকনাফের গরীব-দুঃখী মানুষের মাঝে নিয়মিতভাবে এই সহায়তা দেয়া হবে।
তিনি অারো বলেন, আমি জনগণের রাজনীতি করি। উখিয়া-টেকনাফের জনগণ তাদের পবিত্র অামানত হিসেবে তাদের ভোটাধিকার প্রদান করে আমাকে ২ বার সংসদে পাঠিয়েছেন। আমি জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করি বলে বিএনপি-জামায়াত মিলে আমার নামে নানা অপপ্রচার করছে। কিন্তু আমি এসব অপপ্রচারে ভীত নয়। কারন জনগণের জন্য কাজ করতে গেলে নানা সমালোচনা হবে। তাই এসবের পরোয়া না করে অামি কাজ করে যাব।
তিনি আগামী নির্বাচনে অাবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গরীবের বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন চাউল নিতে আসা একাধিক মহিলা। প্রতিবেদককে জানিয়েছেন, এমপি বদি সবসময় গরীবের কথা বলেন। তিনি গরীব মানুষেন অধিকার আদায়ে সবসময় সোচ্চার। সেই সাথে এই এলাকার উন্নয়নের জন্য তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে ও তারা এমপি বদিকে ভোট দিয়ে মহান জাতীয় সংসদে পাঠাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments