বাড়িআলোকিত টেকনাফটেকনাফে চেয়ারম্যান পদে নুরুল আলম,ভাইস চেয়ারম্যান পদে মাওঃ ফেরদৌস ও মহিলা ভাইস...

টেকনাফে চেয়ারম্যান পদে নুরুল আলম,ভাইস চেয়ারম্যান পদে মাওঃ ফেরদৌস ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা নির্বাচিত

স্টাফ করস্পন্ডেন্ট,টেকনাফ:-

সারাদেশের ন্যায় তৃতীয় ধাপে ১২৬ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম (মোটর সাইকেল) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ৩৭ হাজার ২৯৯ ভোট । নিকটতম প্রতিদ্বন্ধি অধ্যাপক মোঃ আলী নৌকা প্রতীকের প্রাপ্ত ভোট ২৪ হাজার ৫১। অপর বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ অনারস প্রতীকের প্রাপ্ত ভোট ১৬ হাজার ৪৭৪।
একই সাথে ভাইস চেয়ারম্যান পদে মাওঃ ফেরদৌস আহমদ (তালা) প্রতীক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ১৮ হাজার ৩৬৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মাওঃ রফিক উদ্দিন (মাইক) প্রাপ্ত ভোট ১৭ হাজার ১১৭, জাবেদ ইকবাল (পালকি) প্রাপ্ত ভোট ১৩ হাজার ৫৫৬,সরওয়ার আলম (টিউবওয়েল) প্রাপ্ত ভোট ১৩ হাজার ১৩১, নুরুল হক (চশমা) প্রাপ্ত ভোট ৮ হাজার ১৬৩,নজরুল ইসলাম (টিয়া পাখি) প্রাপ্ত ভোট ৩ হাজার ৪,দেলোয়ার হোসাইন (উড়োজাহাজ) প্রাপ্ত ভোট ২ হাজার ৩৬৩ ও ফরিদ আলম (বই) প্রাপ্ত ১ হাজার ৭৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহেরা বেগম (পদ্মফুল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৩০ হাজার ৫৪। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী সম্নজিদা বেগম (কলসী) প্রাপ্ত ভোট ২৫ হাজার ৪৫০ ও মিজবাহার ইউসুফ (ফুটবল) প্রাপ্ত ১৯ হাজার ৫৩৫ ভোট।
উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫৫টি ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
রবিবার (২৪ মার্চ) টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ৫৫টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট উৎসব অনুষ্ঠিত হয়েছে। তবে সকালে কিছু কিছু কেন্দ্রে নারী-পুরুষের সারি সারি লাইন দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলো ফাঁকা হতে থাকে।
টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহ নেওয়াজ, টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, এজাহার বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা চৌধুরী মেহাম্মদ আসিফ রেজা ও সাবরাং উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরুল আফসারসহ অনেকেই বলেন, ভোটার উপস্থিতি কম হলেও পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি। তবে সকালে কিছু কিছু কেন্দ্রে নারী-পুরুষের সারি সারি লাইন দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলো ফাঁকা হতে থাকে।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম ও টেকনাফ ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ভোটাররা যাতে নিরাপদে তাদের ভোটাধিকার প্রযোগ করতে পারে এজন্য ভোটকেন্দ্রের বাইরে ও ভেতরে এবং বিভিন্ন সড়কে বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের কড়া নজরদারি রয়েছিলেন। ফলে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments