বাড়িআলোকিত টেকনাফটেকনাফে ডিএনসি'র অভিযানে ভাই বোন আটক,মাবুদ সহ অধরা দেড় ডজন কারবারী।

টেকনাফে ডিএনসি’র অভিযানে ভাই বোন আটক,মাবুদ সহ অধরা দেড় ডজন কারবারী।

স্টাফ রিপোর্টার:-
কক্সবাজারের টেকনাফে আদি ও সর্ব বৃহৎ মাদক পল্লীতে অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আধিদপ্তর টেকনাফ সার্কেল হানাদিয়ে চোলাইমদ ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ভাই বোন কে আটক করেছে।কিন্তু একই এলাকায় ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে ডন আব্দুল মাবুদ সহ অন্তত দেড় ডজনের অধিক খুচরা ও পাইকারী মাদক ব্যবসায়ী।
জেলা মাদক দ্রব্যনিয়ন্ত্রন আধিদপ্তরের সহকারী পরিচালক সৌমেন মন্ডল জানান,সোমবার (৮এপ্রিল) পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকায় বিকেলে ডিএনসি টেকনাফ সার্কেল পরিদর্শক আব্দুস সালামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।এসময় বাহদুর ড্রাইভারের কন্যা কুলসুমা বেগম (৩০) ও তার ভাই মমসিং (৩৪) কে আটক পরবর্তি ৫০ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।এরা পেশাদার চোলাইমদ বিক্রেতা।ধৃত আসামীদ্বয় ও উদ্ধারকৃত মাদক ও টাকা সহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।তবে অপর মাদক কারবারীদের ব্যাপারে খুব শিগ্রই অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন উক্ত কর্মকর্তা।
এদিকে টেকনাফ উপজেলার ৩০ বছরের পুরানো ও সর্ববৃহৎ বেড বাউন্ডারী খ্যাত বাস স্টেশন সংলগ্ন খায়ুক খালী পাড়ায় ভাই বোন আটক হলেও ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে,বাইলা বলীর ছেলে ইয়াবা ডন আব্দুল মাবুদ ও তার বোন কাশেম উওরফে কালা বদার স্ত্রী কালা বানু,রোহিঙ্গা ভূইল্যানী,মিয়া হোসেনের নাতী জসিম,রোহিঙ্গা শফি উল্লার ছেলে রফিক উরফে ডিমা,দিদার আলম তার স্ত্রী হাসিনা,মৃত মোজাহার মিয়া কন্ট্রাক্টরের ছেলে সোহেল রানা ও তার সহোদর সুমন,রফিক উরফে টাকু ও তার স্ত্রী নুর জাহান,আলম উওরফে জমিদার আলম ও তার স্ত্রী রোহিঙ্গা রাজুনী,লামিছি রাখাইন,চেন চেন রাখাইন,ব্লুসি রাখাইন,মাইমে রাখাইন,রোহিঙ্গা কানফুইজ্যার ছেলে আনোয়ার,মৃত মোহাম্মদের স্ত্রী ছবুরা এরা সবাই চিহ্নিত মদ ও খুচরা ইয়াবা কারবারী ও পাইকারী গাঁজা বিক্রেতা।অপরদিকে বার্মিজ স্কুলের পিছনে শামশুল আলম উরফে পুতুইয়ার স্ত্রী পুতুবানু,মোহাম্মদ আলমের স্ত্রী ফরিদা এরা পাইকারী ও খুচরা ফেন্সিডিল বিক্রেতা।
সূত্র জানিয়েছে,পুরাতন পল্লান পাড়া এলাকার মৃত জাফর ড্রাইভারে পুত্র মিনিবাস চালক মনু ড্রাইভার,মৃত গিয়াস উদ্দীন মাষ্টারের ছেলে বড়ইতলী এলাকার ট্রাক শ্রমিক নেতা কুতুব উদ্দীন ড্রাইভারের নেতৃত্বে চিহ্নিত একটি চক্র কোটি কোটি টাকার ইয়াবার চালান দূরপাল্লার পণ্যবাহী ট্রাক ও বিভিন্ন যাবনবাহনে করে দেশে বিভিন্ন প্রান্তে আব্দুল মাবুদের ঢেড়া থেকে তার তত্বাবধানে পাচার করে থাকে।তার ঢেড়ায় চলে দিন রাত ইয়াবা কারবারীদের জুয়ার আসর আর মাদক সেবন।তার বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র এবং ঢাকায় মাদক মামলা রয়েছে অন্তত দুটি।বিগত সময়ে ঢাকায় মাদক নিয়ে আটক হয়ে জামিনে বেড়িয়ে আসে।মাদকের টাকায় খাস জমিতে খালের উপর বাধঁ দিয়ে গড়ে তুলেছে বিশাল দালান।অতচ সেদিকে প্রশাসনের কোন খেয়াল নেই।এলাকাবাসীর দাবী মাবুদ কে গ্রেফতার করলে ট্রাক ট্রান্সপোর্ট ও মিনিবাস পরিবহন কেন্দ্রীক আদৃশ্য মাদক রাগব বোয়ালদের নাম বেড়িয়ে আসবে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments