বাড়িআলোকিত টেকনাফটেকনাফে ডিএনসি’র পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-৩

টেকনাফে ডিএনসি’র পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-৩

নিজস্ব প্রতিবেদক

 

কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে। এঘটনায় ৪৯ হাজার নগদ টাকা ও একটি নাম্বার বিহীন মোটর বাইক জব্দ করা হয়েছে।

বুধবার (২৩সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় নীল দরিয়া নামক যাত্রীবাহী গাড়ী হতে সন্দেহজনক এক ব্যক্তির দেহের বিভিন্ন জায়গায় তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা বড়িসহ আরমান উদ্দীন (২৬) কে আটক করা হয়। সে সদর ইউনিয়নের রাজার ছড়ার পূর্ব করাচী পাড়ার আজিজুর রহমানের ছেলে।

অপরদিকে, একই দিন বিকেল ৫টার দিকে একই ইউনিয়নের রাজার ছড়ার মুহাম্মদ আলীর বাসার শয়ন কক্ষ হতে ২ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। এসময় মুহাম্মদ আলীর ছেলে শাহদাত কবির এবং তার সঙ্গী হাবির ছড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ নূর উরফে মান্নুরকে আটক করা হয়। এসময় একটি নাম্বার বিহীন মোটর বাইক ও ৪৯ হাজার নগদ টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments