বাড়িআলোকিত টেকনাফটেকনাফে নির্দেশ অমান্যকরে পশুর হাট, ২০ হাজার টাকা জরিমানা

টেকনাফে নির্দেশ অমান্যকরে পশুর হাট, ২০ হাজার টাকা জরিমানা

খাঁন মাহমুদ আইউব।
করোনার বিস্তার রোধে জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে গবাদীপশুর হাট বসানোর দ্বায়ে কক্সবাজারের টেকনাফে বাজার ইজারাদারকে ২০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার পৌরসভার ডেইল পাড়া এলাকায় স্পশুর হাটে এই জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী মেজিষ্ট্রেট মো. আবুল মনসুর জানান, দেশ ব্যাপী করোনা ভাইরাস বিস্তার রোধে কক্সবাজার জেলা প্রশাসন জেলা ব্যাপী সকল প্রকার গবাদীপশুর হাট বন্ধের নির্দেশ দেয়। কিন্তু নির্দেশ অমান্য করে হাট বসানোর দ্বায়ে ইজাদার আবু সৈয়দ মেম্বারকে ২০হাজার টাকা অর্থ দন্ড জরিমানা করা হয়।
পরবর্তিতে নির্দেশ অমান্য করে একই ভাবে হাট বসালে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানান এই কর্মকর্তা।
এদিকে ইজারাদার আবু সৈয়দের কাছে জানতে চাওয়া হলে তিনি জেলা প্রশাসনের নির্দেশ সম্পর্কে অবগত ছিলেননা বলে জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments