বাড়িআলোকিত টেকনাফটেকনাফে পাহাড় থেকে অস্ত্রসহ ২ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

টেকনাফে পাহাড় থেকে অস্ত্রসহ ২ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী অস্ত্র ও রামদাসহ দুই রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬-এপিবিএন)। ধৃতরা হলো- ক্যাম্প ১৬ এর ব্লক-এ/৩-এর নুর মোহাম্মদের ছেলে ডাকাত জোবাইর (২৫) ও ব্লক-সি/-এর খলিল আহমদের ছেলে ডাকাত সৈয়দ নুর উরুফে বড় সৈয়দ নুর (৩০)।

শুক্রবার (২৪ জুন) ভোররাতে ক্যাম্প-২৬-এর শালবাগান এ/১০ ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি জানান, শালবাগান ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশে একদল ডাকাত অস্ত্রসহ অবস্থানের সংবাদ পেয়ে অভিযান চালায় এপিবিএন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা কালে ধাওয়া করে তাদের আটক করা হয়। এসময় ঘটনা স্থল থেকে দেশীয় তৈরী একটি একনালা বন্দুক, একটি কার্তুজ এবং একটি রামদা উদ্ধার করা হয়।

আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত অস্ত্রসহ ধৃতদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments