বাড়িআলোকিত টেকনাফটেকনাফে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, আলোকিত টেকনাফ।।

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে মো: বাবুল (২৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় একটি দেশীয় তৈরি অস্ত্র, ৮ রাউন্ড কার্তুজ, ৭ রাউন্ড কার্তুজের খোসা  ও  ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ আগষ্ট) ভোররাতে উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়া পাহাড়ে নিহত বাবুলের বসত বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ী হলেন, টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার আনোয়ার হোছনের ছেলে। সে চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়। তারা হলেন, এসআই মোঃ বাবুল, কনস্টেবল মোঃ আজিজ, রয়েল বড়ুয়া।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার ভোররাতে থানা পুলিশের একটি টিম উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়া পাহাড়ে বাবুলের বাড়ীতে মাদক ব্যবসায়ী অবস্থানের খবরে অভিযানে যায়। এসময় বাবুলসহ মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলিবিনিময়ের পর মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকসহ গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। পরে নিহত মাদক কারবারীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত বাবুলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচেছ বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments