বাড়িআলোকিত টেকনাফটেকনাফে পৃথক ঘটনায় ৩ ব্যক্তির মৃত্যু।

টেকনাফে পৃথক ঘটনায় ৩ ব্যক্তির মৃত্যু।

খাঁন মাহমুদ আইউব,স্টাফ করস্পনডেন্টঃ-
টেকনাফে পৃথক ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।বন্দুক যুদ্ধ,সড়ক দূর্ঘটনা ও আত্মহত্যায় এই তিন জনের মৃত্যু হয়েছে বলে টেকনাফ মডেল থানার ভার্প্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়,শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হাবিরছড়া পাহাড়ি এলাকায় নবী হোছনের পুত্র মোঃ হোছন (২৬) কে নিয়ে অভিযানে গেলে ইয়াবা কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে।পুলিশও প্রায় ৪০ রাউন্ড পালটা গুলি ছুঁড়ে।এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষনা করেন।ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় তৈরি বন্দুক,২ হাজার পিস ইয়াবা বড়ি ও ১২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।উক্ত ঘটনায় এএসআই ফরহাদ, কনস্টেবল ফাহিম ও মাসুদ নামের ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।সকালে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
অপরদিকে শনিবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ উত্তর জালিয়া পাড়া এলাকার রোহিঙ্গা সোলতান আহমদের পুত্র মোঃ রফিক উরফে সোনা মিয়া নামে এক জেলে ঝাউ গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার সংবাদ পাওয়া গেছে৷তার স্ত্রীও বিগত সময়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। তবে কি কারনে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে পারিবারিক ভাবে কোন মন্তব্য পাওয়া না গেলেও হতাশাগ্রস্থ জীবন থেকে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়দের ধারনা।বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।
এদিকে ভোর সাড়ে ৫টারদিকে উপজেলার হ্নীলা মৌলভী বাজার দক্ষিণ পাড়ার মৃত কালা মিয়ার পুত্র ও ৫ছেলে-মেয়ের জনক আব্দুল জাব্বার (৪০) ফজর নামাজ শেষে কুয়াশাচ্ছন্ন সকালে অইর পাড়া শ্বাশুড় বাড়ি যাওয়ার পথে সড়কে একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।হাইওয়ে পুলিশ সংবাদ  পেয়ে ঘাতক গাড়িটি আটকের চেষ্টা চালাচ্ছে।নিহত ব্যক্তিকে প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে সকাল ১১টায় জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments