বাড়িআলোকিত টেকনাফটেকনাফে প্রশাসনের নির্দেশ অমান্য করে শিল্পমেলার নামে জুয়া খেলা অব্যাহত!

টেকনাফে প্রশাসনের নির্দেশ অমান্য করে শিল্পমেলার নামে জুয়া খেলা অব্যাহত!

স্টাফ রিপোর্টার, আলোকিত টেকনাফঃ- 

কক্সবাজারের টেকনাফে শিল্প মেলার নামে চলছে জমজমাট লটারী ও জুয়া খেলা।এতে সর্বশান্ত হচ্ছে সাধারন মানুষ।বিপদগামী হচ্ছে কোমলমতি স্কুল কলেজের শিক্ষার্থীরা।বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে স্থানীয় গনমাধ্যমগুলোতে সচিত্র সংবাদ প্রকাশিত হলেও টনক নড়েনি মেলা কর্তৃপক্ষের।এই বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মুটো ফোনে  কয়েকদফা চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।তবে টেকনাফ মডেল থানার (ওসি) তদন্ত এস এম দোহা মেলায় অবৈধ জুয়ার আসর পরিচালিত হলে মেলা বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন।
পৌরসভার বাস টার্মিনাল এলাকায় শুরু হওয়া গত ৫ এপ্রিল শিল্প মেলা সার্কাসসহ বিভিন্ন জনপ্রিয় বিনোদনমূলক আয়োজন দিয়ে মেলা সাজানো হয়।তার কয়েকদিন পর ওপেন জুয়া ও লটারী বসিয়ে সাধারন মানুষকে অর্থ হাতিয়ে সর্বশান্ত করার ফাঁদ বসিয়েছে মেলা কর্তৃপক্ষ।কয়েকদিন পূর্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মেলায় অবৈধ কর্মকান্ড বন্ধে নির্দেশ দিয়েছিলো।এই নির্দেশকে বৃদ্ধআঙ্গুল দেখিয়ে মেলা কর্তৃপক্ষ শিল্প মেলার নামে প্রতিরাতে লটারী ও জুয়ার আসর অব্যাহত রেখেছে।সর্বশেষ গতকাল রোববার রাতেও যথারীতি মেলায় বেশ কয়েকটি জুয়ার আসর চলতে দেখা গেছে।এতে সর্বশান্ত হচ্ছে সাধারন মানুষ।গভীররাত পর্যন্ত চলা জুয়ার আসরে ছাত্র ও যুবকদের ব্যপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।প্রতি রাতেই পাল্টে যায় জোয়ার বোর্ডের চিত্র আর জুয়া বোর্ডের কর্তৃত্ব পেতে রীতিমত প্রতিযোগীতা শুরু হয়।ফলে কয়েক লাখ টাকা দর উঠে জুয়া বোর্ডের।
সূত্র জানিয়েছে,গত কয়েকদিন যাবত পুরাতন পল্লান পাড়ার নুরুল আলমের নেতৃত্বে জুয়ার বোর্ড পরিচালিত হলেও গত রোববার রাতে তা পরিবর্তন হয়ে পৌরসভার নাইট্যংপাড়া এলাকার ভিন্ন ব্যক্তিদের জুয়া পরিচালনা করতে দেখা গেছে।প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর নির্দেশ তোয়াক্কা না করে জুয়ার আসর চালিয়ে যাওয়ায় এসব পেশাদার জুয়ারীদের খুঁটির জোর নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মাঝে।অপরদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট সব মহলকে ম্যানেজ করেই চালানো হচ্ছে জুয়ার আসর।
এদিকে,ওলামা পরিষদ নামে স্থানীয় একটি সংগঠন মেলায় অবৈধ কর্মকান্ড বন্ধে কদিন পূর্বে ২৪ ঘন্টার আলটিমেটাম দিলেও অদৃশ্য কারনে শেষ পর্যন্ত তারাও পিছু হটে বলে জানা গেছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments