বাড়িআলোকিত টেকনাফটেকনাফে প্রিন্সিপাল এবং ইমাম-খতিব নিয়ে বিজিবির মতবিনিময় সভা

টেকনাফে প্রিন্সিপাল এবং ইমাম-খতিব নিয়ে বিজিবির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধিঃ-

টেকনাফে প্রিন্সিপাল সুপার, মসজিদের খতিব ও ইমাম এবং বিশিষ্ট ওলামায়ে কেরামকে নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে এই সভা অনুষ্টিত হয়।

২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এতে সমাজে ধর্মীয় অনুভূতি সমুন্নত রেখে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা প্রতিষ্ঠা, রোহিঙ্গা নারী-পুরুষ দ্বারা বিভিন্ন অসামাজিক-অনৈতিক কাজ সংগঠিত হওয়া থেকে বিরত করা এবং আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানের ন্যায় স্বাভাবিক স্থিতিশীল রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।

সভায় টেকনাফ এবং উখিয়া উপজেলার ৬৬ জন মাদ্রাসার প্রিন্সিপাল সুপার, মসজিদের খতিব ও ইমামগণ আলোচনা সভায় অংশ নেন।

কক্সবাজার-৪ সংসদীয় আসনের জনগনের মধ্যে ধর্মীয় অনুভূতি সমুন্নত রেখে মাদক পাচার, সেবন ও ব্যবহারের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনাসহ আলোচ্য বিষয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়।

এ ছাড়া আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করার বিষয়ে সকলের ঐকান্তিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments