বাড়িআলোকিত টেকনাফটেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত, আহত ৫

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত, আহত ৫

স্টাফ করসপনডেন্ট, টেকনাফঃ-

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২০হাজার ইয়াবা, দেশী তৈরি ৮টি অস্ত্র ও ২০টি কার্তুজ উদ্ধার করা হয়।

নিহতরা হচ্ছেন, টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার এজাহার মিয়ার ছেলে নুর মোহাম্মদ(৪০)ও পৌরসভার জালিয়া পাড়ার আব্দুল শুক্কুরের ছেলে নুরুল আমিন(৩০) এরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট। শুক্রবার ভোররাতে টেকনাফ সদর ইউপিস্থ রাজারছড়া পাহাড়ের পাশে এ ঘটনা ঘটে।

এসময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হচ্ছেন,এ এস আই সঞ্জীব, কনস্টেবল আল আমিন, সাইফুল ইসলাম, এরশাদুল ও সব্বির।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, আটককৃত ব্যক্তিদেরকে ব্যাপক জিজ্ঞেসাবাদে জানতে পারে টেকনাফ সদর ইউপিস্থ রাজারছড়া পাহাড়ের পাশে ইয়াবা ও অস্ত্র মজুদ রাখার খবরে অভিযানে গেলে। এসময় তাদের সহযোগিরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই গুলি চালায় পুলিশ ও আত্নরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। পরে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হৎলে ঘটনাস্থল তল্লাশি করে দুই মাদক ও বিকাশ হুন্ডি ব্যবসায়ী গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ৫পুলিশ সদস্যদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে ২০হাজার ইয়াবা, দেশি তৈরি ০৮টি অস্ত্র, ২০টি কার্তুজ উদ্ধার করা হয়। নিহত নুর মোহাম্মদের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ১০টি মামলা, নুরুল আমিনের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ৩টি মামলা রয়েছে। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments