বাড়িআলোকিত টেকনাফটেকনাফে বন্দুকযুদ্ধে পল্লান পাড়ার ইয়াবা কারবারী নুরুল ইসলাম নিহত

টেকনাফে বন্দুকযুদ্ধে পল্লান পাড়ার ইয়াবা কারবারী নুরুল ইসলাম নিহত

হুমায়ূন রশিদ : টেকনাফে সীমান্তরক্ষী বিজিবির সাথে বন্দুক যুদ্ধে পৌর এলাকার নতুন পল্লান পাড়ার ইয়াবা কারবারী নুরুল ইসলাম নিহত হয়েছে। ঘটনাস্থল হতে ইয়াবা ও ২টি কিরিচ উদ্ধার করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, ১৪ মার্চ ভোররাত ৪টারদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের নাঃ সুবেঃ মোঃ শাহ আলম খানকার ডেইল গ্রামের পূর্ব পার্শ্বে মেহেদী লবন প্রজেক্টের উত্তর-পশ্চিম দিক দিয়ে বিপুল পরিমাণে ইয়াবা বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল নিয়ে অবস্থান নেন। কিছুক্ষণ পর মাদক কারবারী দল আসতে দেখে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করা মাত্র ইয়াবা পাচারকারীরা টহলদলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ এবং ধারালো অস্ত্র নিয়ে আক্রমন করে। এতে বিজিবি টহলদলের একজন সদস্য আহত হলে বিজিবিও আতœরক্ষার্থে কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি বর্ষন করে। উভয় পক্ষের মধ্যে প্রায় ১০-১২ রাউন্ড মিনিট গুলি বিনিময় চলে। শেষে ইয়াবা পাচারকারীরা নিরুপায় হয়ে গুলি করতে করতে ঘটনাস্থল হতে দ্রæত পালিয়ে যায়। গুলির শব্দ থামার পর ভোরের বিজিবি টহল দলের সদস্যরা তল্লাশী করে গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তি, আনুমানিক ৭ হাজার ইয়াবা ও ২টি ধারালো কিরিচ পড়ে থাকতে দেখে টেকনাফ মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশের সহায়তায় উদ্ধারকৃত ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ নিহত ব্যক্তি পৌর এলাকার নতুন পল্লান পাড়ার আব্দুল গাফ্ফারের পুত্র নুরুল ইসলাম (৩০) বলে পরিচয় নিশ্চিত করেন। আহত বিজিবি সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments