বাড়িআলোকিত টেকনাফটেকনাফে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা শুরু

টেকনাফে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা শুরু

আজিজ উল্লাহ ,টেকনাফ ||

টেকনাফে আনুষ্ঠানিকভাবে জাকঝমকপূর্ণ পরিবেশে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা শুরু হয়েছে।
জানা যায়, ১০ এপ্রিল সকাল ১০টায় ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস চত্বর হতে বাদ্যযন্ত্র সহকারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় চাকমার নেতৃত্বে এক বিশাল র‌্যালী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস মিলনায়তনে এসে শেষ হয়। এরপর এই মেলার লক্ষ্য উদ্দেশ্য এবং ভূমি সেবার উপর বিশদ আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় চাকমা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন, ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টেকনাফ সার্কেল পরিদর্শক আব্দুস সালাম, উপজেলা ভূমি সার্ভেয়ার দেলোয়ার হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল জব্বার (বাহারছড়া),আব্দুল করিম (সদর), আবুল মনসুর (হ্নীলা), কেয়ারী সিন্দবাদ কর্মকর্তা আব্দুল আজিজ, শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী দিদার হোসেন। এছাড়া ভূমি অফিসের কর্মচারী, বন পাহারা দলের সদস্য, টেকনাফ পাইলট হাই স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments