বাড়িসারাদেশটেকনাফে রেন্ট-এ-কার চালক সমিতির নতুন অফিস উদ্বোধন করেন সাবেক এমপি বদি

টেকনাফে রেন্ট-এ-কার চালক সমিতির নতুন অফিস উদ্বোধন করেন সাবেক এমপি বদি

মোঃ আলমগীরঃ

টেকনাফে রেন্ট-এ-কার চালক সমবায় সমিতির নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্টানে কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনের নবম ও দশম জাতীয় সংসদের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি সিআইপি বলেছেন, আগামী প্রজম্ম কে বাচাতে হলে শ্রমিক মালিক সকলে ঐক্যবদ্ধ ভাবে মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে। মাদক সমাজ,দেশ ও জাতি কে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদক নির্মূলে আমি যথাসাধ্য কাজ চালিয়ে যাচ্ছি। অনেকে ইতোমধ্য আত্মসমর্পণ করেছে। আগামী তে আরো অনেক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করবে। টেকনাফ কে নিয়ে মাদকের যে বদনাম আছে তা ঘুচাতে হলে আইনশৃংখলা বাহিনীর পাশা পাশি সর্ব মহল কে এগিয়ে আসতে হবে। তিনি দুঃখ করে বলেন, আমার নামে ও অনেকে অনেক বদনাম করে। আমি দ্যর্থহীন ভাষায় বলতে চাই, মাদকের সাথে আমার সম্পৃক্ততা,মাদক ব্যবসায়ীদের থেকে কোন মাসোহারা নিয়েছি প্রমান দিলে আমার জিহবা কেটে ফেলবো। আমাকে হেয় করতে একটি চিহ্নিত মহল আমার নামে কুৎসা রটাচ্ছে। আসুন সকলে মিলে এই মাদক কে প্রতিরোধ করি। রবিবার বিকেলে টেকনাফ ষ্টেশনস্থ”টেকনাফ রেন্ট এ কার চালক সমবায় সমিতির (রেজিঃ১৬৯৮)অফিস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। সমিতির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও সহ সভাপতি মোঃ ইয়াছিনের পরিচালনায় অনুষ্টিত সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সরওয়ার, মালিক সমিতির নেতা মোঃ জিয়াবুল হক, উপজেলা হাইয়েচ মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সাংবাদিক আলহাজ্ব মু.তাহের নঈম, সাংবাদিক নুরুল হোসেন, সাংবাদিক মোঃ আলমগীর,রেন্ট এ কার চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ রহিমুল্লাহ, সদস্য মোঃ সাদেক, মোঃ বেলাল,রিয়াজ উদ্দিন, নুরুল আলম,আলী আহমদ, মোহাম্মদ শাকের লাল ভাই, প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি শ্রমিকদের সকল ন্যয্য দাবীর প্রতি সমর্থন জানিয়ে শ্রমিকদের সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তবে মাদকের সাথে কেউ জড়িত থাকলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলে জনপ্রিয় সাবেক এমপি বদি হুশিয়ারী উচ্ছারণ করেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments