বাড়িআলোকিত টেকনাফটেকনাফে রোহিঙ্গা বস্তিতে আগুনে পুড়লো ২৮ ঘর

টেকনাফে রোহিঙ্গা বস্তিতে আগুনে পুড়লো ২৮ ঘর

মিজানুর রহমান মিজান, স্পেশাল করস্পন্ডেন্টঃ-

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুলস্থ রোহিঙ্গা ক্যাম্প বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে বস্তির ২৮টি ঘর।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে আগুন লাগে। তবে এসময় কেউ হতাহত হয়নি।

পুড়ে যাওয়া রোহিঙ্গা বস্তির নিকটবর্তী এলাকা থেকেই সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে গলাকাটা অবস্থায় রোহিঙ্গা তিন যুবককে উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তি থেকে প্রায় কয়েক কিলোমিটার ভেতরে পাহাড়ে গড়ে উঠা রোহিঙ্গা বস্তির ১৪টি ঘরে আগুন লাগে। প্রতিটি ঘরে দু’টি করে কক্ষ ও এক কক্ষে একটি করে পরিবার বাস করতো। বাঁশ, চট এবং পলিথিনে গড়া ঘরগুলো একটার সঙ্গে একটা লাগোয়াভাবে তৈরি করায় মুহূর্তে সব ঘরে আগুন লেগে যায়। ২০-৩০ মিনিটের মধ্যে ঘরগুলো পুড়ে যায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া বলেন, ক্ষতিগ্রস্তদের অন্যত্র থাকার তাৎক্ষণিক ব্যবস্থা করা হয়েছে। আগুন লাগার কারণ জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments