বাড়িআলোকিত টেকনাফটেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে এপিবিএন সদস্য গুলিবিদ্ধ

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে এপিবিএন সদস্য গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে রোহিঙ্গা দূর্বৃত্তদের হাতে মোহাম্মদ কাঊসার নামক ১৬ এপিবিএন এর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২রা আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের আই ব্লকে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নুর।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের আই ব্লকে একদল রোহিঙ্গা স্বশস্ত্র সন্ত্রাসী অবস্থানের সংবাদ পেয়ে অভিযান চালায় এপিবিএন। এসময় পুলিশের উপিস্থিতি টেরপেয়ে স্বশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা এপিবিএনকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পার্শ্ববর্তী পাহাড়ে দিকে পালিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের গুলিতে ১৬ এপিবিএন এর কনস্টেবল মোহাম্মদ কাউসার গুলিবিদ্ধ হয়। ঘটনা স্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে ক্যাম্পের অভ্যান্তরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এই ঘটনার পর ক্যাম্পে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments