বাড়িআলোকিত টেকনাফটেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নুরুল আমিন নিহত হয়েছে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিপূল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি র‌্যাবের ।
১০ ফেব্রুয়ারী (সোমবার) ভোররাত ৩ টার দিকে উপজেলার হ্নীলা পশ্চিম লেদা নরালী পাড়া পাহাড়ে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের মকতুল হোসেনের ছেলে।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, পাহাড়ে গোলাগুলির সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল সেখানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র‌্যাবের উপর গুলি চালায়। র‌্যাব ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে নুরুল আমিনকে আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে ১টি থ্রি-কোয়ার্টার গান, ১টি ওয়ান শুটার গান, ৪টি তাঁজা কার্তুজ, ৩টি খালি খোসা, নগদ ১শ টাকাসহ মানি ব্যাগ, ১টি মোবাইল, মিয়ানমারের ১১টি এবং ১টি দেশীয় সিমকার্ড উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments