বাড়িআলোকিত টেকনাফটেকনাফে র‍্যাবের সাথে ‘গুলি বিনিময়ে’ এক অস্ত্রধারী মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফে র‍্যাবের সাথে ‘গুলি বিনিময়ে’ এক অস্ত্রধারী মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে ‘‘গুলি বিনিময়ে’’ মো: আনোয়ার সাদেক নামে এক অস্ত্রধারী মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মাদক ব্যবসায়ী অস্ত্রধারী ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন বলে জানিয়েছেন।

সোমবার সন্ধায় উপজেলা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল ৮ হাজার ইয়াবা, ১ টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

নিহত মাদক ব্যবসায়ী সাদেক টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিম পাড়ার শফি উল্লাহ ছেলে।

মাদক ব্যবসায়ী নিহতর ঘটনা নিশ্চত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।

র‍্যাবের ভাষ্য মতে, সোমবার সন্ধায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবর একটি দল ইয়াবার বিরুধী অভিযানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ৪/৫ জন মাদক কারবারী গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি কালে  গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে। কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবক একজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী এবং ক্যাম্পের ডাকাত দলের সহযোগি ছিল। একই দিন বিকেলে ইয়াবা বিরুধী অভিযানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই র‍্যাব সদস্য গুলিবিদ্ধ হয়।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, গুলিবিদ্ধ র‌্যাব সদস্যদের উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে নেওয়া হচ্ছে। এ  ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments