বাড়িআলোকিত টেকনাফটেকনাফে শরণার্থী ক্যাম্পে এনজিওতে স্থানীয়দের চাকুরী প্রার্থীদের পক্ষে কঠোর অবস্থানে- সাবেক এমপি...

টেকনাফে শরণার্থী ক্যাম্পে এনজিওতে স্থানীয়দের চাকুরী প্রার্থীদের পক্ষে কঠোর অবস্থানে- সাবেক এমপি বদি

টেকনাফ প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে এনজিও সমন্বয় সভায় স্থানীয় চাকুরী প্রার্থীদের চাকুরী নিশ্চিত করার আহবান জানিয়ে কঠোর হুশিয়ারী দিয়েছেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের নবম ও দশম জাতীয় সংসদের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি। জানা যায়, ২৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এনজিও সমন্বয় সভা ইউএনও মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার প্রণয় চাকমা,টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সরওয়ার আলম, টেকনাফ ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নুরুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী বিভিন্ন জিও-এনজিও সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় চাকুরী প্রার্থী আন্দোলনের একটি দল এই সভায় উপস্থিত ছিলেন। সাবেক এই জনপ্রিয় এমপি বদি এতে বক্তব্য দানকালে রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এনজিও সংস্থায় টেকনাফের শিক্ষিত বেকার জনগোষ্ঠীকে চাকুরী দেওয়ার আহবান জানান। অন্যথায় স্থানীয় বেকার জনগোষ্ঠীর অধিকার আদায়ে কঠোর পদক্ষেপ গ্রহণের হুশিয়ারী দেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments