বাড়িআলোকিত টেকনাফটেকনাফে সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন

টেকনাফে সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ:::
টেকনাফে সমুদ্রসৈকতে সনাতন ধর্মের দূর্গোৎসবের প্রতিমা বিসর্জন স¤পন্ন করা হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফে কেন্দ্রীয় বিষ্ণু মন্দির ও সদর ইউনিয়নের ডেইলপাড়া দূর্গা মন্দিরের প্রতিমাগুলো সাবরাং মুন্ডালডেইল নৌ-ঘাটের  সৈকতে বিসর্জন দেওয়া হয়েছে।
বিসর্জনের ওই এলাকায় বিভিন্ন ধর্মের লোকজনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। এ উৎসবকে ঘিরে ওই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যার, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
গত সোমবার থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়, পরে সপ্তমী, মহাষ্টমী ও কুমারী পূজা এবং বিজয়া দশমী শেষে শুক্রবার বিকেলে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শিব পদ ভট্টচার্য্য বলেন, সুষ্টুভাবে মন্দির সমূহে পুজা শেষে প্রতিমা সমূহ বিসর্জন দেওয়া হয়েছে। এবারের পূজা সুষ্টভাবে স¤পন্ন করায় সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলকে সনাতন ধর্মাবলীদের ধন্যবাদ জানিয়েছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments