বাড়িআলোকিত টেকনাফটেকনাফে হাতি তাড়াতে রিজার্ভ পাহাড়ে আগুন!

টেকনাফে হাতি তাড়াতে রিজার্ভ পাহাড়ে আগুন!

খাঁন মাহমুদ আইউব, স্টাফ রিপোর্টার:-
কক্সবাজারের টেকনাফের নেটং পাহাড়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় র‌্যাব ক্যাম্পের বিপরীতে পাহাড়ে আগুন জ্বলে উঠে। এসময় খবর পেয়ে বনবিভাগ, বনপাহারা দলের সদস্য ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সহায়তা করে। ততক্ষণে বড়ইতলী এলাকায় নেটং পাহাড়ের কয়েক একর বনভূমি পুড়ে ছাই হয়ে যায়।
টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, আগুন লাগার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বনকর্মী ও পাহাড়া দল মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজকরে।দমকল বাহিনীরা জানান, র‌্যাব ক্যাম্প হতে ফোনে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনা স্থলে ছুটে আসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সকালে কয়েকটি বন্য হাতি আগুন লাগার স্থানে খাবার খেতে আসে।আগুন লাগা বাগানটি ছিলো হাতির খাদ্য বাগান।এসময় নেটং পাহাড়ের পাদদেশে অবৈধ বসবাসকারীরা হাতি তাড়াতে পাহাড়ে আগুন দেয়।আগুন নেভাতে যাওয়া বন কর্মী ও বন পাহারা দলের সদস্যরাও হাতি গুলো দেখতে পেয়েছেন বলে জানান।এদিকে
রিজার্ভ পাহাড়ের আশেপাশের বনভুমি দখল করে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর অবৈধ বসতি দিন দিন বৃদ্ধি পাওয়ায় পাহাড় উজাড় হয়ে যাচ্ছে।ফলে জীব বৈচিত্র হুমকির মূখে পড়েছে।
নাইট্যংপাড়া পাহাড়ের পাদদেশে রিজার্ভ পাহাড় দখল করে রোহিঙ্গাদের অবৈধ বসতি অব্যাহত রয়েছে।এখনই পদক্ষেপ না নিলে পাহাড়ের অস্থিত্ব থাকবেনা বলে মতামত জানিয়েছেন পরিবেশবাদীরা।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments