বাড়িআলোকিত টেকনাফটেকনাফে ১৩২৩৩ পিস ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ বছরের সাজা

টেকনাফে ১৩২৩৩ পিস ইয়াবাসহ আটক ব্যক্তিকে ১ বছরের সাজা

প্রেস বিজ্ঞপ্তিঃ

টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
জানা যায়, ১০ অক্টোবর বিকাল ৪টারদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুল মান্নান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে সাবরাং মন্ডল পাড়ায় গমন করলে সুপারি বাগানের ভেতর একজন লোক বিজিবি দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহল দল তাকে ধাওয়া করে ইয়াবা ভর্তি একটি প্যাকেটসহ নুরুল ইসলামের পুত্র মোঃ হেলাল উদ্দিন (৩০) কে আটক করতে সক্ষম হয়। তা গণনা করে ৩৯লক্ষ ৬৯ হাজার ৯ শত টাকা মূল্যমানের ১৩ হাজার ২শ ৩৩ পিস ইয়াবা পাওয়া যায়। পরে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা বড়ি নিজ দখলে রাখার দায়ে ধৃত ব্যক্তিকে ৪৮ পিস ইয়াবাসহ ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। উক্ত আদালত ধৃত ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অবশিষ্ট ১৩ হাজার ১শ ৮৫ পিস ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। অপরদিকে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments