বাড়িআলোকিত টেকনাফটেকনাফে ১৮০০ ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারী গ্রেফতার

টেকনাফে ১৮০০ ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারী গ্রেফতার

টেকনাফ সংবাদদাতাঃ

১৮০০ ইয়াবাসহ টেকনাফের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী মো. নেজাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফ ফায়ার সার্ভিসের সামনের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় টেকনাফ মডেল থানার এসআই মো. শরীফুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যার থানা মামলা নং-৬১/১৮, জিআর মামলা নং-৮১৮/১৮।
শনিবার (২২ ডিসেম্বর) কক্সবাজার আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী মো. নেজাম উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।
নেজাম উদ্দিন টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার আবদুস সবুর সওদাগরের ছেলে।
সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বলে জানাে গেছে।
তবে, তার বিরুদ্ধে কয়টি মামলা আছে সে বিষয়ে সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।
মামলার বাদি মো. শরীফুল ইসলাম জানান, মো. নেজাম উদ্দিন একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে। অবশেষ সঠিত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, নেজাম উদ্দিন পুলিশসহ বিভিন্ন বাহিনীর সোর্স পরিচয়ে নানা অপকর্ম করে আসছিল দীর্ঘদিন। তার হাতে অনেক নিরীহ মানুষ হয়রানির শিকার হয়েছে। মামলায় আসামি করিয়ে অনেককে কারাগারেও পাঠিয়েছে এই নেজাম উদ্দিন। বিভিন্ন সময় ইয়াবা ব্যবসা করে আসলেও পুলিশের সোর্স পরিচয় দেয়ায় তাকে অনেকে ধরতে সাহস করেনি।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ মাদক ব্যবসায়ী মো. নেজাম উদ্দিনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার আসামীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১), ৯ (খ) এর আলোকে মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments