বাড়িআলোকিত টেকনাফটেকনাফে ১৯ হাজার ৯শ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

টেকনাফে ১৯ হাজার ৯শ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

মিজানুর রহমান 
 
টেকনাফ থানাধীন হােয়াইক্যং পুলিশ ফাঁড়ি এলাকায় র‍্যাব-১৫ এর অভিযানে ১৯,৯শ ইয়াবাসহ ১ রোহিঙ্গা মাদক কারবারি আটক হয়েছে।
কক্সবাজার র‍্যাব -১৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হােয়াইক্যং পুলিশ ফাড়ির সামনে কক্সবাজার-টেকনাফ মহা সড়কের পূর্ব পার্শে কারবারীরা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল উপরােক্ত স্থানে পৌঁছালে র‍্যাব-১৫ সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী শাহ আলম (৩৭) (রােহিঙ্গা), পিতা-সলিমুল্লাহ, মাতা-হামিদা খাতুন, সাং কুতুপালং ক্যাম্প নং ০১ (পশ্চিম), ব্লক-বি-২, থানা- উখিয়া, জেলা-কক্সবাজারকে ধৃত করে। ধৃত আসামীকে পালানাের কারণ জিজ্ঞাসা করলে তার আচরন ও কথাবার্তা সন্দেহজনক মনে হয়।পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে
থাকা UNHCR এর লােগো সম্বলিত ব্যাগ তল্লাশী করে মােট ১৯ হাজার ৯শ (উনিশ হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্নস্থানে পাচার করে আসছে।
 
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments