বাড়িআলোকিত টেকনাফটেকনাফে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৩লাখ টাকা জরিমানা আদায়

টেকনাফে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৩লাখ টাকা জরিমানা আদায়

খাঁন মাহমুদ আইউব

কক্সবাজারের টেকনাফে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ফের ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পোড়ানো হয়েছে। এসময় জরিমানা আদায় করা হয়েছে ৩লাখ ২৬হাজার টাকা।

আজ রবিবার সকাল সাড়ে দশটায় টেকনাফ উপজেলার সাবরাং ও সদর ইউনিয়নের অন্তত ৫টি নৌঘাটে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

তিনি জানান, দেশের সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও মজুদ সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে ২০মে থেকে ২৩জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য বঙ্গোপসাগরে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করার পরেও নির্দেশ অমান্য করে অবৈধ ভাবে মাছ শিকারের অপরাধে জাল জব্দ ও জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments