বাড়িআলোকিত টেকনাফটেকনাফে ৭৬৭ হিন্দু পরিবারের মাঝে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ

টেকনাফে ৭৬৭ হিন্দু পরিবারের মাঝে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ

আলোকিত টেকনাফ ডেস্কঃ-

টেকনাফে দূর্গাপূজা উপলক্ষে ৭৬৭ হিন্দু পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ করলেন উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১০ টাটার সসময় উপজেলা পরিষদে মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান সভাপতিত্বে টেকনাফের ৭৬৫ পরিবার প্রতি তিন হাজার টাকা করে মোট ২২ লক্ষ ৯৫ হাজার টাকা বিতরন করা হয়েছে। এসময় রবিউল হাসান বলেন, দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে দেওয়া হচ্ছে। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের পরিবারের সংখ্যা ৩৬৫। বৌদ্ধ সম্প্রদায়ের পরিবার ৪০০। এসময় উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা আগমণের কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলা স্থানীয় জনগোষ্ঠী নানাভাবে ক্ষতিগ্রস্ত। এ কারণে গত ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় প্রধানমন্ত্রী জেলার মুসলিম সম্প্রদায়ের জন্য ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে বিশেষ বরাদ্দ দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমার উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী এই উপহার দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বর্তমান সময়ে প্রতিটি উৎসব সকলের সে যে ধমেরই লোক হক না কেন। প্রতিটি উৎসবে সবাই একই আনন্দ উপভোগ করে থাকে। এটি শুধু উপহার নয়, সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার সকল প্রশাসন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments