বাড়িআলোকিত টেকনাফটেকনাফে ৮৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

টেকনাফে ৮৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টারঃ-

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার ফুটপাত থেকে প্রায় ৮৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং টেকনাফ পৌরসভা।

এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের টেকনাফের উপ-সহকারী প্রকৌশলী কৃতি চাকমা, পৌর প্রকৌশলী জহির উদ্দিন ও টেকনাফ থানা পুলিশ।

পৌরসভার প্রকৌশলী জহির উদ্দিন বলেন, অভিযানের আগে দখলদারদের সরে যেতে মাইকিং করা হয়। যানজট নিরসন ও পথচারীদের চলাচলে বাধা দূর করতে পৌর এলাকার হেচ্ছারখাল, হাসপাতাল গেইট, পুরাতন বাস স্টেশন ও লেঙ্গুরবিল রোডে অভিযান চালানো হয়। এতে ৮০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করি। এ অভিযান চলমান থাকবে।

টেকনাফের পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বলেন, নির্বাচনের প্রতিশ্রুতিতে অবৈধ দখল ও যানজটমুক্ত পৌরসভা গঠনের অঙ্গীকার করেছি। তাই অভিযান চালানো হয়েছে। অবৈধ স্থাপনাসহ কয়েকটি সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করার পাশাপাশি দখলদারদের সতর্ক করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments