বাড়িআলোকিত টেকনাফটেকনাফ উপকূলে আবারও মানবপাচারে সক্রিয় দালালরা

টেকনাফ উপকূলে আবারও মানবপাচারে সক্রিয় দালালরা

বিশেষ প্রতিবেদক(৩০ মার্চ) :: টেকনাফ উপকূলে আবারও সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারে জড়িত দালালরা। ৩০ মার্চ শনিবার গভীররাতে সেন্টমাটিন পূর্ব বঙ্গোপসাগরের অভিযান চালিয়ে ২২ জন রোহিঙ্গা মালয়েশিয়াগামী যাত্রীদের আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা।
স্থানীয়দের অভিযোগ মানবপাচারকারী শীর্ষ দালালদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তারা দিনের পর দিন আরো বেপরোয়া হয়ে উঠছে। তার সহযোগি রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক আদম পাচারে হিড়িক পড়ায় সচেতন মহলকে রীতিমত ভাবিয়ে তুলছে। চিহ্নিত এসব মানবপাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায ক্যাম্পে নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে।
অনুসন্ধানে জানাযায়, টেকনাফ সাবরাং ইউনিয়ন ও মোচনী-লেদা রোহিঙ্গা ক্যাম্পের কিছু চিহ্নিত দালালদের খপ্পরে পড়ে জেলার বিভিন্ন এলাকার শত শত যুবক সাগর পথে অবৈধ ভাবে মালয়েশিয়া পাচার হয়ে থাকে। কয়েক বছর সাগর পথে মানবপাচার কাজ বন্ধ হলেও নতুন করে সানাউল্লাহর মাধ্যমে মানবপাচার কাজ পরোদমে চালু হয়েছে। বর্তমান সেন্টমাটিন দ্বীপের ছেড়াদ্বীপের পাশাপাশি ময়দানের ঘোলা নামে বঙ্গোপসাগরের কাছে মালয়েশিয়াগামী জাহাজ রয়েছে বলে গোপন সুত্রে জানা যায়।
মানবপাচারের দালাল ও সহযোগি চক্র এলাকার সাধারণ মানুষদের প্রলোভন দেখিয়ে থাইল্যান্ডের গহীন অরণ্যে জিম্মিদশায় নির্যাতন করে নানা ভাবে টাকা হাতিয়ে নেয়। সানাউল্লাহ দালালের হাতে জিম্মী ঐসব লোকেরা পরিবারের সাথে যোগযোগ পর্যন্ত করতে পারছেনা। ভূক্তভোগীরা অভিযোগ করেছে। নানান প্রতারাণার অভিযোগ উঠেছে। মানবপাচারকারী দালালদের মাধ্যমে মালয়েশিয়া গিয়ে তিন বছর ধরে এখনো খবর নেই। আবার অনেকের আত্মীয় স্বজনরা দালালের নির্যাতনের ভয়ে মিডিয়ার সামনে নাম প্রকাশ না করার শর্তে নিজেদের সন্তান হারার বেদনার কথা বলেন।
অনুসন্ধানে আরও জানা যায়, রোহিঙ্গা গুলোর কিছু দালালের নেতৃত্বে বিশাল একটি সিন্ডিকেট নতুন করে মাসের পর মাস এভাবে মালয়েশিয়া আদম পাচার করে আসছে। বিভিন্ন দালালের অনেকের বিরুদ্ধে থানায় ডজন ডজন মানব পাচার মামলা থাকলেও স্থানীয় প্রশাসনের নজরে না পড়ায় কোন মামলা হয়নি শীষদের বিরুদ্ধে । কোন অদৃশ্য শক্তির ইশাারায় ধরাছোয়ার বাইরে থাকে এ নিয়ে প্রশাসনের কর্মকান্ড প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এ দিকে আদাম পাচারে জড়িত এসব গডফাদাররা আদাম পাচারের মাধ্যমে লাখ লাখ টাকা পকেটস্থ করলেও একনো শত শত মা ও শিশুর চোখের পানি ঝরছে।
এদিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার বলেন, মানবপাচারকারী দালাল যতই রাগব বোয়াল হউক কেন পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তবে এক্ষেত্রে জনপ্রতিনিধি সহ সর্বস্তরের সৎ আন্তরিকতা প্রয়োজন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments