বাড়িআলোকিত টেকনাফটেকনাফ কোস্টগার্ডের অভিযানে লাখ পিস ইয়াবা ও ট্রলারসহ ১১ রোহিঙ্গা আটক

টেকনাফ কোস্টগার্ডের অভিযানে লাখ পিস ইয়াবা ও ট্রলারসহ ১১ রোহিঙ্গা আটক

।। নুরুল আবছার নাহিদ/ আবদুল করিম। ।

কক্সবাজারের  টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা সাগরে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা, ট্রলার ও ১১জন রোহিঙ্গাকে আটক করেছে।
জানা যায়, ২১ ফেব্রুয়ারী ভোররাত সাড়ে ৪টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ সিজি ষ্টেশনের কমান্ডার ফয়েজুল ইসলাম মন্ডল (বিএন,এক্স) গোপন সংবাদের ভিত্তিতে একটি দল সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ছদ্মবেশে অবস্থান নেয়।

ভোর হওয়ার সঙ্গে সঙ্গে মিয়ানমার হতে একটি ট্রলার বাংলাদেশ জলসীমায় প্রবেশ করতে দেখে ধাওয়া করে আয়ত্বে নেওয়া হয়।

এরপর ট্রলারটি তল্লাশী করে ১লাখ ইয়াবা ও ট্রলারসহ মিয়ানমারের মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার বুচিদংয়ের মইন্যা পাড়ার আবু বক্করের পুত্র কবির আহাম্মদ (৩৫), মৃত হাবিবুল্লাহর পুত্র মোঃ নবী (২০), করিম উল্লাহর পুত্র আমান উল্লাহ (১৮) , মৃত হাবিব উল্লাহর পুত্র তারেক উল্লাহ (১৪), মৃত মোঃ শাকেরের পুত্র কামাল উদ্দিন (২০), আবু তাহেরের পুত্র মোঃ ছাবের (১৮), মৃত আবু তাহেরের পুত্র মোঃ রিয়াজ (১৪), হাফেজ আহমদের পুত্র মোঃ শাকের (১৬), নুর মোহাম্মদের পুত্র মোঃ ফয়সাল (১৬) , আব্দু শফির পুত্র রহমত উল্লাহ (১৯) ও শামসুদ্দিনের পুত্র মোঃ রিয়াজ উদ্দিন (১৮) সহ ১১জন নাগরিককে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইন ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে বাংলাদেশ সরকারের মাদক বিরোধী অভিযানের মধ্যেও মাছ শিকারী জেলের ছদ্মবেশে কাদের ছত্রছায়ায় কোন মুখোশধারী মাদক সিন্ডিকেটের ইন্দনে এসব মাদকের চালান দেশে আনা হচ্ছে তা তদন্ত স্বাপেক্ষে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবী উঠেছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments