বাড়িআলোকিত টেকনাফটেকনাফ থেকে ইয়াবা নিমূল করেই ছাড়ব-ওসি প্রদীপহ্নীলায় মাদক বিরোধী সভায়

টেকনাফ থেকে ইয়াবা নিমূল করেই ছাড়ব-ওসি প্রদীপ
হ্নীলায় মাদক বিরোধী সভায়

স্টাফ রিপোর্টার, আলোকিত টেকনাফঃ-

মাদক ও জঙ্গীবাদকে না বলুন,পুলিশ ও জনতা অংশীদারিত্ব বৃদ্ধি করতে জনসচেতনমূলক প্রচার অভিযান এর অংশ হিসাবে কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে টেকনাফের হ্নীলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল মঙ্গলবার বিকালে হ্নীলা ষ্টেশন চত্বরে ইউএনডিপির সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাইফীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোঃ আলী, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল হুদা,হ্নীলা জামে মসজিদের খতীব মাওলানা জামাল উদ্দিন,হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমূখ।
সভাপতির বক্তব্যে ওসি প্রদীপ কুমার দাশ বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চে পাকিস্তানীদের উদ্দেশ্যে যেভাবে বলেছিলেন ঠিক একইভাবে ইয়াবা কারবারীদের উদ্দেশ্যে বলতে চাই ভাতে মারবো,পানিতে মারবো। জনতার উদ্দেশ্যে বলেন, আমার একার পক্ষে সম্ভব নয় আপনারা একটু তথ্য দিয়ে আমাকে সাহায্য করেন,আমি ইয়াবা নিমূল করেই ছাড়ব। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবা ব্যবসা ছেড়ে ভাল হয়ে যান। আলোর পথে চলে আসুন, ইয়াবা কারবারীদের দ্বিতীয় দফায় আত্নমর্পণের সুযোগ দেওয়া হচ্ছে। ইয়াবা কারবারীদের শীগ্রই সেই সুযোগ গ্রহণ করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা, পরিদর্শক (অপারেশন) রাকিবুল ইসলাম, ইউএনডিপির জেলা কো-অর্ডিনেটর মোঃ খালিদ এরশাদ,থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে মাদক প্রতিরোধ কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments