বাড়িআলোকিত টেকনাফটেকনাফ ভূমি কর্মকর্তার আন্তরিকতায় ঠাঁই পেল ভূমিহীন পরিবার

টেকনাফ ভূমি কর্মকর্তার আন্তরিকতায় ঠাঁই পেল ভূমিহীন পরিবার

আলোকিত টেকনাফ রিপোর্টঃ

টেকনাফ ভূমি অফিসের জনগণের দৌরগোড়ায় ভূমি সেবার আওতায় শহীদ পরিবারের সন্তানসহ ভূমিহীনেরা মাথা গোজার ঠাঁই পেয়েছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, ২০ নভেম্বর সকাল ১১টায় টেকনাফ সহকারী কমিশনার প্রণয় চাকমার কার্যালয়ে “ জনগণের দৌরগোড়ায় ভূমি সেবা ” কর্মসূচীর অধীনে সম্পূর্ণ বিনামূল্যে উপজেলার সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনার শহীদ মুক্তিযোদ্ধা লাল মিয়ার পুত্র আবুল কালাম আজাদ, স্ত্রী রোকসানা আক্তার, মিঠাপানির ছড়ার শাকের আহমদের পুত্র নুরুল হোসাইন, স্ত্রী জুহুরা বেগম, রেজাউল করিমের পুত্র নুরুল হোসাইন, স্ত্রী রেহেনা বেগম, উত্তর লম্বরীর মোঃ ইব্রাহীমের স্ত্রী ছমুদা বেগম, মৃত গোলাল হোসেনের পুত্র ছৈয়দ আহমদ, স্ত্রী সুফিয়া খাতুন, হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারের শহর মুল্লুকের পুত্র আবুল হোছাইন ৫ শতক করে জমির মালিকানার খতিয়ান তুলে দেওয়া হয়। সহকারী কমিশনার অসহায় প্রতি পরিবারকে ব্যক্তিগতভাবে নগদ ৫শ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। আনুষ্ঠানিক ভূমিহীনদের খতিয়ান বিতরণ করেন সহকারী কমিশনার ভূমি প্রণয় চাকমা। এসময় উপস্থিত ছিলেন অফিসের সার্ভেয়ার ও কানুনগো (চলতি দায়িত্ব) মোঃ দেলোয়ার হোসেন। সহায়-সম্বলহীন অসহায়-দরিদ্র পরিবার এই ভূমি সহায়তা পেয়ে অন্তত পক্ষে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে বলে জানায়।
এই ব্যাপারে সহকারী কমিশনার ভূমি প্রণয় চাকমা,টেকনাফ উপজেলা ভূমি অফিস অসহায়-দরিদ্রসহ সর্বস্তরের মানুষের ভূমি সেবা নিশ্চিত করতে জনগণের দৌরগোড়ায় ভূমি সেবাকর্মীরা সর্বদা সচেষ্ট রয়েছে বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments