বাড়িআলোকিত টেকনাফটেকনাফ মেরিন ড্রাইভে উদ্ধারকৃত মৃতদেহ ২টি পুটিবনিয়া ক্যাম্পের বাসিন্দা

টেকনাফ মেরিন ড্রাইভে উদ্ধারকৃত মৃতদেহ ২টি পুটিবনিয়া ক্যাম্পের বাসিন্দা

নুরুল আবছার নাহিদ,  টেকনাফ করেসপনডেন্ট :

কক্সবাজার’র টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকত হতে উদ্ধারকৃত লাশ দু’টি পুটিবুনিয়া রোহিঙ্গা শিবিরের মিয়ানমারের নাগরিক বলে সনাক্ত করেছে স্বজনরা।

মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ থেকে এই হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শনিবার (৫ জানুয়ারী) স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে মডেল থানার এসআই নুরুল ইসলাম ঘটনা স্থলে পৌছে লাশ দু’টি উদ্ধার করেছেন।

পরবর্তিতে জেলার বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে স্বচিত্র সংবাদটি ছড়িয়ে পড়লে বেলা ১১টা নাগাদ লাশ দু’টি উপজেলার হোয়াইক্যং ঊনছিপ্রাং এলাকার পুটিবুনিয়া রোহিঙ্গা শিবিরের (ডি-১) ব্লকে অবস্থানরত মিয়ানমার খোয়ার বিল এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে আব্দুল্লাহ (৪০) অপরজন একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে খাইরুল আমিন (৩৫) বলে সনাক্ত করেন স্বজনরা।

দুপুরের দিকে লাশ মর্গে প্রেরন করা হয়েছে।হত্যার মূল কারন উদঘাটনে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments