বাড়িআলোকিত টেকনাফটেকনাফ শামলাপুর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সভায় অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা:চেয়ারম্যান

টেকনাফ শামলাপুর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সভায় অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা:চেয়ারম্যান

আজিজ উল্লাহ, টেকনাফ।

টেকনাফ বাহার ছড়া শামলাপুর দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রণে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি তালিকার অতিরিক্ত মূল্য নিলে ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে হুঁশিয়ার করেন চেয়ারম্যান।
জানা যায়, শনিবার ১৮ মে রাত ১০.০০ টায় শামলাপুর বাজার মহিলা মার্কেটের সামনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তব্যে বাহারছড়া ৫ নং ইউনিয়নের চেয়ারম্যান আজিজ উদ্দীন বলেন, বাজারের জলবদ্ধতা নিরসনে ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে,বাজারের একদিকে ড্রেনের পানি মনখালী খালে ফেলানোর ব্যবস্থা করা হবে এবং হোয়াইক্যং ঢালা রোডের ড্রেনের পানি বাইজ্জারছরি খালে ফেলানোর ব্যবস্থা করা হবে।৫-৬ মাস পর বাজারের ময়লা আবর্জনা পরিষ্কারে কাজ করবে বলে জানান, ইউএনডিপি এনজিও সংস্থা।বাজারের বিভিন্ন মূল্যসহ গরুর মাংস সরকারি নিদিষ্ট নিয়ম মেনে ৫শ টাকা করে বিক্রি করতে বলা হয়।প্রতিটি দোকানে সরকারি মূল্যের তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেন তা না হলে প্রশাসন ব্যবস্থা নিবে এবং আগুন নিয়ন্ত্রণে প্রতিটি দোকানে অগ্নি নির্বাপক গ্যাস সিলেন্ডারের ব্যবস্থা করতে বলা হয়।তিনি( আজিজ) অভিযোগ করে বলেন,বাজারে কিছু মানুষ রয়েছে যারা মাছ, মুরগি একহাত থেকে ৩শ টাকা দামে ক্রয় করে হাত বদল করে সেই মাছ,দেশীয় মুরগী ঠিক একই জায়গায় ৪শ টাকাও বিক্রি করে বলেও অভিযোগ করেন। বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে জনপ্রতিনিধিসহ সচেতনমহলের ৩০ সদস্য বিশিষ্ট একটি বাজার নিয়ন্ত্রণ কমিটি গঠন করে দেওয়া হবে জানান, এই কমিটি বাজারে দ্রব্যের মূল্যে কোন অনিয়ম দেখলে প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নিবে।সভায় সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন, বাহারছড়া তদন্ত কেন্দ্রের এএসআই হাবিব উল্লাহ, আজিজুল ইসলাম কোম্পানি,হোসেন মেম্বর, আব্দুল হক, মাস্টার আব্দুল জাব্বার,বাজারের বিভিন্ন দোকানের সওদাগর ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ,সাংবাদ কর্মীসহ আরো অনেকে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments