বাড়িআলোকিত টেকনাফটেকনাফ সদরের মহেশখালিয়া পাড়া (ভোট কেন্দ্র) বড় মাদ্রাসার নিয়ন্ত্রণাধীন সামনের মাঠটির স্থায়ী...

টেকনাফ সদরের মহেশখালিয়া পাড়া (ভোট কেন্দ্র) বড় মাদ্রাসার নিয়ন্ত্রণাধীন সামনের মাঠটির স্থায়ী সমাধান চান এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

টেকনাফ উপজেলার অন্তর্গত সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মহেশখালিয়া পাড়া (ভোট কেন্দ্র) বড় মাদ্রাসার নিয়ন্ত্রণাধীন সামনের মাঠটি তৎসময় দখলে থাকা লোকজনের অনুমতি নিয়ে মাদ্রাসা মসজিদ পুকুর ও বাকি অংশে খেলাধুলা, জানাজা ও ঈদগাহ মাঠসহ বিভিন্ন সভা সমাবেশের কাজে বিগত ৪১ বৎসর যাবৎ ব্যবহার হয়ে আসছে। যা টেকনাফ উপজেলার অধিকাংশ গন‍্যমান‍্য সর্বোচ্চ ব‍্যক্তিগনসহ দোলনার শিশু পর্যন্ত জানে। এমনকি মরহুম এজাহার কোং চেয়ারম্যান, আলী আহমদ চেয়ারম্যান, মরহুম শফি মেম্বার, মরহুম আনোয়ার চেয়ারম্যানসহ আরো অনেকের প্রতিষ্ঠালগ্ন থেকেই উল্লেখযোগ্য ভূমিকা চিরস্মরণীয় তথ্য এলাকাবাসির কাছ থেকে জানা যায়। কিন্তু খোলা ও সরকারি জমি হওয়াতে অনেকে লোভ লালসায় পড়ে উক্ত মাঠটি দখল করার জন্য পাঁয়তারা করার পাশাপাশি গভীর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেই ষড়যন্ত্রমুলক সকল চেষ্টায় সফল হবেনা বলেও সূত্রে জানা যায়। অবশেষে খেলার মাঠটিকে কেন্দ্র করে অভিযোগের ভিত্তিতে টেকনাফ সদরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট বিচার বিচারাধীন আছে বলে জানা গেছে। তাই এলাকার সচেতন ব‍্যক্তিগণ মাঠটি খেলার ও জানাযার মাঠ হিসেবে আজীবন ব্যবহারের জন্য স্থায়ীভাবে পেতে উপজেলা প্রশাসন, সকল আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতাগণ, সাংবাদিকবৃন্দসহ সকলের সার্বিক সহযোগিতার পাশাপাশি সংশ্লিষ্ট মহোদয়গনের হস্তক্ষেপ কামনা করেছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments