বাড়িআলোকিত টেকনাফটেকনাফ সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির জনকের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয়...

টেকনাফ সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির জনকের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে

।। নিজস্ব প্রতিনিধি,টেকনাফ ।।

টেকনাফ সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩-তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুসহ অন্যান্য শহীদদের বিদেহী আত্নার কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ও ছাত্র-শিক্ষকসহ সকলের জন্য মিষ্টান্ন খাবারের আয়োজন করা হয়। কলেজ প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টেকনাফ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব শেখ জয়নাল আবেদীন।

অধ্যাপক সন্তোষ শীলের সাবলীল উপাস্হপনা ও সঞ্চালনায় ১৫ই আগষ্টের নির্মম হত্যাকাণ্ড ও বঙ্গবন্ধুর বর্নাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন অধ্যাপক ফারুক আহমেদ, অধ্যাপক কৃষ্ণ মিলন মজুমদার, অধ্যাপক সিরাজুল হক, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক আসাদুল ইসলাম, অধ্যাপিকা পারেল সামিহা প্রমূখ। ছাত্রদের পক্ষে বক্তৃতা করেন স্নাতক শ্রেণীর ছাত্র ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এবং মোরশেদ সিরাজ ।আলোচনা সভার শেষান্তে অধ্যাপক আব্দুল গফুরের অত্যন্ত ভাবগম্ভীর পরিচালনায় বঙ্গবন্ধুসহ অন্যান্য শহীদদের বিদেহী আত্নার প্রতি মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

আলোচনা সভা শেষে ছাত্র-শিক্ষকসহ উপস্থিত সকলের মাঝে মিষ্টান্ন খাবার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments