বাড়িআলোকিত টেকনাফটেকনাফ সীমান্তে গত মাসে ৬ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

টেকনাফ সীমান্তে গত মাসে ৬ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

নিউজ ডেস্কঃ-

টেকনাফ সীমান্তে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা বিগত এক মাসে অভিযান চালিয়ে ৫ কোটি ৯১ লক্ষ ২৩ হাজার ৯শ ৯০ টাকার ইয়াবা ও বিভিন্ন প্রকারের মাদকসহ চোরাইপণ্য জব্দ করেছে। ১৬৪ টি মামলায় ৪৮ জনকে আটক করে থানায় সোর্পদ করা হয়েছে।
জানা যায়, গত ১ জুলাই হতে ৩১ জুলাই পর্যন্ত টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নে অধীনস্থ বিওপি ও ক্যাম্প সমূহ অভিযান চালিয়ে ৬৫টি মামলার বিপরীতে ৩১ হাজার ৬শ ৭১পিস ইয়াবা বড়িসহ ৪৪ জনকে আটক করেছে। মালিকবিহীন ১ লক্ষ ৩৬ হাজার ১শ ৫২ পিস ইয়াবা বড়ি জব্দ করেন।
এছাড়া মালিকবিহীন ২টি মামলার বিপরীতে ৫৬ হাজার ৭শ ৫০ টাকার ২২৭ ক্যান বিয়ার, ৪টি মামলার বিপরীতে ৪ লক্ষ ২৭ হাজার ৫শ টাকার ২৮৫ বোতল বিদেশী মদ, ১টি মামলার বিপরীতে ৪০ লিটার চোলাই মদ, ১টি মামলার বিপরীতে ১শ টাকার ৩৫ গ্রাম গাঁজা, অন্যান্য চোরাচালানের ৯১টি মামলায় ২জন আসামীসহ ১ কোটি ৭৭ লক্ষ ৮২ হাজার ৪০ টাকার চোরাইপণ্য জব্দ করা হয়। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে চলতি বছরের বিগত ৭ মাসের মধ্যে ৭ম মাসে এসে চোরাচালান ও মাদকের হার তুলনামূলক কিছুটা কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments