বাড়িআলোকিত টেকনাফটেকনাফ সীমান্ত সুরক্ষায় বিজিবিতে যুক্ত হলো বিশেষ জলযান

টেকনাফ সীমান্ত সুরক্ষায় বিজিবিতে যুক্ত হলো বিশেষ জলযান

খাঁন মাহমুদ আইউব।

কক্সবাজারের টেকনাফ সীমান্ত সুরক্ষা রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (২-বিজিবি) তে সংযোজিত হলো অস্ত্র সজ্জিত অত্যাধুনিক দ্রুত গতি সম্পন্ন ইন্টারসেপটোর দু’টি জলযান।

আজ শুক্রবার বিকেলে ২বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যে কোন দূর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘন্টায় ৬৫ কিলোমিটার গতিসম্পন্ন জলযান দু’টি ৩০জন সৈনিক ধারণে সক্ষম। এতে স্বয়ংক্রিয় মেশিনগান, উন্নত প্রযুক্তির স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেমসহ আরো বেশ কিছু আধুনিক সরঞ্জাম সংযোজিত রয়েছে। এছাড়াও নিজস্ব অবস্থান হতে ৫০ কিলোমিটার দূরত্বে শত্রু জলযানের অবস্থান নিশ্চিত করার বিশেষ প্রযুক্তি রয়েছে।

বিজিবি এই কর্মকর্তা আরো জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, চোরাচালান, মাদক পাচারসহ যে কোন ধরনের অপতৎপরতা রোধে এই জলযান ব্যবহৃত হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments