বাড়িআলোকিত টেকনাফটেকনাফ স্থলবন্দরে গতমাসে ১৬ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা রাজস্ব আদায়

টেকনাফ স্থলবন্দরে গতমাসে ১৬ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা রাজস্ব আদায়

নিজস্ব প্রতিনিধিঃ

টেকনাফ স্থলবন্দরে নভেম্বর মাসে ১৬ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা রাজস্ব আদায় করেছে। যা মাসিক লক্ষ্য মাত্রার চেয়ে ৫কোটি ১৮লাখ ৮০হাজার টাকা অতিরিক্ত। গেল মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মাসিক লক্ষ মাত্রা নির্ধারন করে ১১ কোটি ১১লাখ টাকা ।

কাস্টম সূত্র জানায়, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যের আওতায় টেকনাফ স্থল বন্দর দিয়ে ৩শ ২৫টি বিল অব এন্ট্রি বিপরীতে ৫০ কোটি সাড়ে ১৫ লাখ টাকা মুল্যের পন্য আমদানি বাবৎ ১৬ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকার রাজস্ব আদায় করেছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা বেশী। অপর দিকে ৫৯ টি বিল অব এন্ট্রির বিপরীতে রপ্তানি খাতে ১ কোটি ৭৯ লাখ ৬২ হাজার টাকার রাজস্ব আদায় করেছে।

এদিকে শাহপরীর দ্বীপ গবাদী পশু করিডোর মিয়ানমার থেকে আসা ২হাজার ৭১৪ টি গরু, ১হাজার ৭৮ টি মহিষ হতে ১৮ লাখ ৯৬ হাজার টাকা ক্ষতিপূরন আদায় করেছে।
টেকনাফ স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা শংকর কুমার দাশ জানান, ব্যবসায়ীরা পন্য আমদানী বেশী করায় গত মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বিপুল পরিমান রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছি। এজন্য তিনি আমদানী ও রপ্তানী কারকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments