বাড়িআলোকিত টেকনাফটেকনাফ স্থল বন্দরে ১৪ কোটি ১২ লাখ টাকা রাজস্ব আয়

টেকনাফ স্থল বন্দরে ১৪ কোটি ১২ লাখ টাকা রাজস্ব আয়

নুরুল আবছার নাহিদ, টেকনাফ করেসপনডেন্ট :

কক্সবাজারের টেকনাফে স্থলবন্দরে গত ডিসেম্বর মাসে রাজস্ব আয়ে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। উক্ত মাসে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৮৫ লাখ ৭৮ হাজার টাকা বেশী রাজস্ব আয় হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা শংকর কুমার দাশ বলেন, ‘ডিসেম্বর মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কতৃক নির্ধারিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৩ কোটি ২৭ লাখ টাকা। তার বিপরীতে ওই মাসে ১৪ কোটি ১২ লাখ ৭৮ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে।

শংকর কুমার দাশ  বলেন, উক্ত মাসে মিয়ানমার হতে আমদানি করা হয়েছে ৫৭ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার টাকা মুল্যের পণ্য। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আয়ে পাশাপাশি পণ্য আমদানিও বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বর মাসে ১ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকার পণ্য মিয়ানমারে রফতানি করা হয়েছে।

তিনি আরো জানান, শাহপরীরদ্বীপ ক্যাডল করিডোর দিয়ে ৪ হাজার ৯১৪টি গরু এবং ৯৮৯টি মহিষ আমদানি হয়েছে। পণ্য আমদানি এভাবে অব্যাহত থাকলে সীমান্ত বাণিজ্য আরও গতিশীল হবে’।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments