বাড়িআলোকিত টেকনাফটেকনাফ হোয়াইক্যং ঢালা থেকে ১১৫ জন মালয়েশিয়াগামী রোহিঙ্গা আটক

টেকনাফ হোয়াইক্যং ঢালা থেকে ১১৫ জন মালয়েশিয়াগামী রোহিঙ্গা আটক

জাফর আলম, সিনিয়র করেসপনডেন্ট :

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ঢালা থেকে মালয়েশিয়াগামী ১১৫ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ ।

একটি সংঘবদ্ধচক্র এদেরকে প্রলোভনে ফেলে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লগ থেকে এদেরকে সংগ্রহ করে পাচারের জন্য নিয়ে আসছিল।

টেকনাফের শামলাপুর ফাঁড়ির পুলিশ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃত রোহিঙ্গা নারী পুরুষ শামলাপুর পুলিশ ফাড়িতে আনা হয়েছে। আটকদের মধ্যে শিশুও রয়েছে।

শামলাপুর ফাড়ির ইন্সপেক্টর মোঃ আনোয়ার জানিয়েছেন, টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী পুরুষ ও শিশুদের সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য নিয়ে আসছিল। গোপনে খবর পেয়ে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে টেকনাফ হোয়াইক্যং ঢালা নামক এলাকায় অভিযান চালিয়ে ১১৫ রোহিঙ্গাকে আটক করা হয়।

তিনি আরো জানান, মালয়েশিয়া পাচারে জড়িত পাচারকারী চক্রের সদস্যদের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছেন। কারা এদের কে মালয়েশিয়া নিয়ে যাচ্ছে সেই বিষয়ে তদন্ত চলছে এবং এদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments