বাড়িআলোকিত টেকনাফডাক্তারদের স্বেচ্ছাচারীতায় রুগ্ন টেকনাফ সদর হাসপাতাল!

ডাক্তারদের স্বেচ্ছাচারীতায় রুগ্ন টেকনাফ সদর হাসপাতাল!

(ধারাবাহিক পর্ব-২)

খাঁন মাহমুদ আইউব,স্টাফ রিপোর্টার।
কক্সবাজারের টেকনাফ উপজেলা সদর হাসপাতালে ডাক্তারদের স্বেচ্ছাচারিতায় রোগীদের দুর্ভোগের সীমা নেই।সরকারী নিয়মের কোন তোয়াক্কা না কর্মস্থলে উপস্থিত হওয়ার অনিয়ম যেনো নিয়মে পরিনত হয়েছে।অত্যাধুনিক সুবিধা সম্বলিত হাসপাতালটিতে ডাক্তারদের চিকিৎসা সেবার মান ও ব্যবহার নিয়ে রোগীদের অভিযোগের শেষ নেই।তাছাড়া সেবার নামে প্যাথলজির সাথে আতাত করে চলছে চিকিৎসা বানিজ্য।প্র‍য়োজন সংখ্যক ডাক্তার থাকার পরেও মেডিকেল টেকনিশিয়ান দ্বারা রোগীদের চিকিৎসা দেয়ার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়া ডাক্তারদের ঠিক সময়ে উপস্থিত না থাকার বিষয়টি দোষ স্বীকার করেছেন।তবে ফোনে বিস্তারিত কথা বলতে তার সমস্যা আছে বলে জানান।
হাসপাতাল সূত্র মতে,উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালে বিশেষজ্ঞ কন্সালটেন্ট ও আবাসিক মেডিকেল অফিসার সহ সর্ব মোট ডাক্তার রয়েছে ৮ জন।সব মিলিয়ে নার্সের সংখ্যা প্রায় ২৪ জন।হাসপাতালটিতে আধুনিক অপারেশন থিয়েটার,অপুষ্টি জনিত শিশুর স্বাস্থ্য সেবায় বিশেষায়িত ইউনিট ও নিউনেটাল স্টাবিলাইজেশন ইউনিট,আল্ট্রাসনোগ্রাফি ও কেবিন সুবিধা সহ সব ধরনের উন্নত সুযোগ সুবিধা রয়েছে।এসবের জন্য প্র‍য়োজনীয় লোকবলও রয়েছে।গড়ে হাসপাতালে বহিঃ বিভাগে দৈনিক চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা প্রায় ৩শ জন।কিন্তু রোগীরা হাসপাতালে এসব সুযোগ সুবিধার ব্যাপারে কিছুই জানেন না বলে জানালেন হাসপাতালে আগত অধিকাংশ রোগীরা।
রোগীদের দীর্ঘ দিনের অভিযোগের সূত্র ধরে সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখা মেলেছে অনিয়ম যেনো হাসপাতালের নিয়মে পরিনত হয়েছে।সকাল সাড়ে ১০টার সময় বারান্দায় সারী সারী রোগীদের ভিড়।কিন্তু বহিঃবিভাগের চেম্বার গুলো খোলা তবে কোন চিকিৎসক উপস্থিত নেই।এমনকি বহিঃবিভাগ টিকিট কাউন্টারও বন্ধ।এদিকে সরকারী নিয়ম মতে প্রত্যেক ডাক্তার সকাল সাড়ে ৮টা (রমজানে ৯টা) থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বহিঃ বিভাগ রোগীদেখার নিয়ম থাকলেও বছরের পর বছর তা মানছেনা তারা।অপরদিকে বিভিন্ন সময় জরুরী বিভাগে অনকলে থাকা ডাক্তারদের রোগী আসলেও দেখা মেলেনা।এসব কারনে অবিভাবকদের সাথে ডাক্তারদের হাতাহাতির ঘটনা গনমাধ্যমে এসেছে বহুবার।নাম গুপনের শর্তে দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন,ডাক্তারেরা চেম্বারে এসে ডিজিটাল ফিঙ্গারের ছাপ দেয়ার যন্ত্রটিও অনিয়মের সুবিধার্থে নষ্ট করে ফেলেছেন।এসবে সহযোগীতা করেছেন একজন আবাসিক মেডিকেল অফিসার।সূত্র জানিয়েছে,ভালো কোন ডাক্তার হাসপাতালে বেশীদিন টিকতে পারেনা এই আবাসিক মেডিকেল অফিসারের কারনে।তার খুটির জোর সম্পর্কে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মাঝে।
অভিযোগ রয়েছে,শাহপরীর দ্বীপ এলাকার আব্দুল্লাহ নামক এক ব্যক্তি তার সদ্য নবজাতক শিশু ওমর আরাফাত কে নিয়ে রাত দেড়টায় হাসপাতালে গেলে শিশু বিশেষজ্ঞ কনসালটেন্ট ডাক্তার আতাউর রহমান ইমার্জেন্সিতে এসে রোগী দেখতে অপারগতা স্বীকার করেছেন।এমনকি বেলা ১১টায় এসে রেজিস্টারে কোন এন্ট্রি বিহীন উক্ত রোগীকে কক্সবাজার রেফার্ড করে দেন।ফলে কক্সবাজার পৌছার পথেই শিশুটি মৃত্যু হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে,উক্ত ডাক্তার ৯ বছরের মধ্যে এসব অভিযোগের কারনে ৩ বার বদলি হয়ে দু’এক মাসের মাথায় আবারো স্বপদে ফিরে আসেন।সদর ইউনিয়নের জাহালিয়াপাড়া এলাকার মোস্তাক নামক এক ব্যবসায়ী জানান,সল্পমূল্যে সরকারী ভাবে বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা নিরিক্ষার সুবিধা থাকলেও আলাদা স্লিপে একগাদা টেস্ট লিখে নির্ধারিত প্যাথলজিতে পাঠানো হয়।নির্ধারিত প্যাথলজির বাহিরে গিয়ে টেস্ট করলে ডাক্তারদের ব্যবহারে উলটো রোগীর অবিভাবক অসুস্থ হয়ে পড়ে।নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে,প্যাথলজি গুলোর সাথে ৫০% কমিশনে ডাক্তারদের সাথে কন্ট্রাক রয়েছে।এছাড়া, পৌরসভার জালিয়াপাড়া এলাকার আলমগীর জানিয়েছেন,এ যাবতকাল হাসপাতালে এসে কখনো ডাক্তারদের ঠিক মতো চেম্বারে পাওয়া যায়নি।বরং উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট চেম্বারে যোগাযোগ করতে বলে নয়তো কক্সবাজার রেফার্ড করে দেয়।শাহপরীরদ্বীপের এক প্রবীন কে  প্রেসার না মেপে হাসপাতাল থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে ডা.জাকারিয়ার বিরুদ্ধে।
ডাক্তারদের এমন স্বেচ্ছাচারিতার খোঁজে হাসপাতাল ক্যাম্পাসে আবাসিক কোয়ার্টার গিয়ে দেখা মেলে, সাড়ে ১০টার দিকেও ডাক্তারদের ঘুম ভাঙ্গেনি।সংশ্লিষ্ট কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান,রমজানের শুরু থেকেই প্রতিদিন ১১টার দিকেই ডাক্তারেরা চেম্বারে আসেন।অন্তঃবিভাগ রোগীদের ফলোআপ শেষে ১২টার দিকে বহিঃবিভাগ রোগী দেখেন।কিন্তু রমজানের আগেও একই চিত্র নিয়ে স্থানীয় গনমাধ্যমে বেশ কবার লিখা লিখি হলেও টনক নড়েনি সংশ্লিষ্টদের।
অন্যদিকে,হাসপাতালে দন্ত বিভাগের জৈনক দেলোয়ার নামক এক মেডিকেল টেকনিশিয়ান লাইন ধরে রোগীদের চিকিৎসা দিতে দেখা গেছে।এসব রুগীদের কিসের ভিত্তিতে চিকিৎসা দিচ্ছেন জানতে চাইলে উত্তরে রোগীর চাপ কমাতে কর্তৃপক্ষের নির্দেশে চিকিৎসা দিচ্ছেন বলে জানালেন।কিন্তু খোঁজ নিয়ে দেখা গেলো এটা চিকিৎসার নামে শুধু টেস্ট লিখে ৫০% কমিশনে প্যাথলজীতে রুগী পাঠাতে দেখা গেছে।তত্ত্বাবধায়ক ডাঃ সুমন বড়ুয়ার চোখের সামনে এসব অপকর্ম হচ্ছে অতচ তিনি এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবী করেন।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান,৫০%কমিশনের একটি অংশ ডাঃ সুমনের পকেটে ঢুকে তাই তিনি কোন ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছেন।
এসব রুগ্ন অবস্থা থেকে হাসপাতালটি সুস্থ করতে আবাসিক মেডিকেল অফিসার,শিশু কন্সালটেন্ট ও তত্বাবধায়কের অপসারন করা জরুরী বলে মত দিয়েছেন সুশিল সমাজ প্রতিনিধিরা।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments