বাড়িআলোকিত টেকনাফতিন দিনের সফর শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার ত্যাগ

তিন দিনের সফর শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার ত্যাগ

নিজস্ব প্রতিনিধিঃ-

গত শনিবার ১৬ ফেব্রুয়ারি টেকনাফে ১০২ জন ইয়াবাবাজদের সফল আত্মসমর্পণ অনুষ্ঠান সম্পন্ন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি রোববার ১৭ ফেব্রুয়ারি কক্সবাজার ত্যাগ করেছেন। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে নভো এয়ারের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার ছাড়েন। স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপিকে বিমানবন্দরে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ উর্ধ্বতন কর্মকর্তারা বিদায় জানান। শুক্রবার কক্সবাজার সফরে আসা স্বরাষ্ট্রমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি কক্সবাজারে অবস্থানকালে টেকনাফে ইয়াবাবাজদের সফল আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হওয়া ছাড়াও শুক্রবার রাত্রে শহরের তারকা হোটেল লংবীচে কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, গণমাধ্যমে ব্রিফিং সহ আরো বেশ ক’টি অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া একই অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার কক্সবাজারে আসা আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী শনিবার বিকেলে কক্সবাজার ত্যাগ করেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments