বাড়িকক্সবাজারউখিয়াত্রাণের চালভর্তি ট্রাক জব্দ, পাচারকারী আটক

ত্রাণের চালভর্তি ট্রাক জব্দ, পাচারকারী আটক

সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাচারের সময় একশ বস্তা ত্রাণের চালভর্তি ট্রাক জব্দ করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন।

মঙ্গলবার (৮ জুন) রাতে উপজেলার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা বাজারের চৌ রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার নুর আহমদের পুত্র রাসেলকে আটক করা হয়।

১৪ আর্মড ব্যাটালিয়ানের অধিনায়ক মো. নাঈমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত ত্রাণের চাল মজুদ করে ট্রাকযোগে পাচার করছিল কালোবাজারি সিন্ডিকেট। খবর পেয়ে লম্বাশিয়া আর্মড পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ট্রাকভর্তি ত্রাণের চাল জব্দ করেন।

মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প পুলিশ ফাঁড়ির এসআই মুজাহেরুল ইসলাম জানান, অভিযানের খবর পেয়ে ট্রাক থেকে ৩-৪ জন পাচারকারী পালিয়ে গেছে। আটক রাসেলকে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া চোরাকারবারীদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে।

এ ব্যাপারে ১৪ আর্মড ব্যাটালিয়ানের লম্বাশিয়া পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর ইয়াসিন ফারুক বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments