বাড়িআলোকিত টেকনাফদুই প্রতিবন্ধী ভাই বোনের পড়ালেখার দায়িত্ব নিলেন এমপি বদি

দুই প্রতিবন্ধী ভাই বোনের পড়ালেখার দায়িত্ব নিলেন এমপি বদি

নিজস্ব প্রতিবেদক:

উখিয়ার পালংখালী উচ্চ বিদ্যালয়ের দুই প্রতিবন্ধী শিক্ষার্থী ভাই বোনের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য অালহাজ্ব অাবদুর রহমান বদি। তিনি অাজ মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে পালংখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি তাদের দেখে ডেকে মঞ্চে তুলেন। এই দুই ভাইবোন হচ্ছে হোয়াইক্ষ্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা এলাকার নুরুল অালমের ছেলে সাইমুন রশীদ ও মেয়ে শামীমা রশীদ। এসময় এমপি বদি তাদের হাতে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।

এমপি বদি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে অাওয়ামীলীগ সরকার। তাই আগামী নির্বাচনে নৌকাকে অাবারো ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে তাহলেই। তাহলেই উখিয়া-টেকনাফের অব্যাহত উন্নয়ন নিশ্চিত হবে।
পালংখালী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী অাহমদ, পালংখালী ইউনিয়ন অা’লীগের সভাপতি এমএ মনজুর, সাধারন সম্পাদক ফজল কাদের ভুট্টো প্রমূখ।

অারো উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা অা’লীগের সহ-সভাপতি আমিনুল হক আমিন, যুগ্ন সাধারন সম্পাদক নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক মাহবুব অালম, ধর্ম বিষয়ক সম্পাদক জাকের হোসাইন, শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন, যুবলীগের সহ-সভাপতি অহিদুল হক চৌধুরী, ইউপি সদস্য নুরুল অাবছার, সোলতান অাহমদ, মহিলা সদস্য রাশেদা বেগম, নুরুল অামিন, কৃষকলীগ নেতা জামাল উদ্দিন প্রমূখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments