বাড়িআলোকিত টেকনাফ দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনায় ভরপুর টেকনাফ পৌর শহরের ড্রেন

 দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনায় ভরপুর টেকনাফ পৌর শহরের ড্রেন

মোঃ শফি::

পৌরবাসীর অসচেতনতা এবং পৌরসভার জনবল, যন্ত্রপাতি ও গাড়ি সংকটের কারণে টেকনাফ পৌর শহরের ড্রেন দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। পানি চলাচলের ড্রেনেজগুলো ময়লা আবর্জনায় ভরপুর হওয়ায় অকেজো হয়ে পড়েছে সবকটি ড্রেন। একারনে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়েছে । ড্রেনগুলোর মুখ খোলা থাকায় মৌমাছির প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে।

এই বর্ষায় কর অঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা করছেন।  প্রবাসী শহরে ড্রেনেজ গুলো খোলা থাকায় পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। পৌরসভা সৃষ্টি হবার পর থেকে আজ পর্যন্ত স্বাস্থ্যসম্মত ড্রেনের ব্যবস্থা গড়ে ওঠেনি। যার কারণে ভুক্তভোগীরা এই নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করতে শোনা যায়।

একটি জনগুরুত্বপূর্ণ পৌর শহরের প্রবেশদ্বার স্টেশনে যত্রতত্র স্থানে ময়লা আবর্জনা স্তূপ। এখানকার সুন্দর পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে আশেপাশে এবং পাশাপাশি মশা মাছির উপদ্রব এ অনেকেই নানা রোগে আক্রান্ত হচ্ছে পৌরবাসীর ড্রেনগুলো সংস্কার বর্ষার পানি চলাচলের ব্যবস্থা গ্রহণে নিমিত্তে সুদৃষ্টি কামনা করেছেন।

পুরাতন বাস স্টেশন, কাস্টমস অফিস সংলগ্ন ব্রিজ গুলোতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা। বর্ষা মৌসুমে নালা-নর্দমা ময়লায় পরিপূর্ণ হয়ে দূষিত পানি প্রবাহিত হয় সড়কের উপর দিয়ে। শহরের প্রধান সড়কের কয়েকটি স্থানে দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনার স্তূপ জমে রয়েছে। ফলে পথচারীদের নাকে রুমাল চেপে চলাফেরা করতে হচ্ছে। এর প্রভাবে নানা ধরনের অসুখে ভুগছে শহরের অনেকেই।

সরেজমিনে পৌরসভা ঘুরে দেখা যায়, উল্লেখিত এলাকায় পৌরসভার সব রাস্তা ও নর্দমা ময়লা-আর্বজনায় ভরপুর হয়ে রয়েছে। এতে আশপাশে তীব্র দুর্গন্ধে পথচারীদের যাতায়াতে সমস্যা হচ্ছে।

এব্যাপারে মেরিন সিটি হাসপাতালের চিকিৎসক ডাঃ রুহুল আমিন বলেন, ময়লা আবর্জনার দূর্ঘন্ধ কারনে মশা মাছির উপদ্রব বৃদ্ধি পায়। ফলে আমাশয়, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হবার আশংকা রয়েছে।

এ বিষয়ে টেকনাফ সরকারী কলেজের সহকারী অধ্যক্ষ মো. আবু তাহের বলেন, পুরাতন বাস স্টেশন, কাস্টমস অফিস সংলগ্ন ব্রিজ গুলোতে ময়লা-আবর্জনায় ভরে গেছে। সড়ক ও অলিগলিতে আবর্জনার স্তূপ জমা রয়েছে। কিন্তু পরিচ্ছন্নকর্মীদের দেখা মিলছে না।

টেকনাফ পৌর মেয়র হাজী মো. ইসলাম জানান, পৌরসভার বর্জ্য অপসারণে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আশা করি শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পারবো।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments