বাড়িআলোকিত টেকনাফদেশীয় অস্ত্রসহ ৪ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ ৪ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৪ রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। এদের মধ্যে দুইজন পুলিশ হেড কোয়ার্টারের তালিকাভূক্ত অপরাধী।

ধৃতরা হলো- উখিয়া উপজেলার শফিউল্লাহর কাটার ১৬ নং ক্যাম্পের ডি/৭ নং ব্লকের মৃত আলী আহমদের ছেলে মৌলভী নূর মোহাম্মদ (৩৫), একই ব্লকের মৃত ফজল আহম্মদের ছেলে মোঃ ইলিয়াছ (৩৫), ১৪ নং ক্যাম্পের ২/ই ব্লকের ) মৃত আব্দুল সোবহানের ছেলে সৈয়দ আহম্মদ (৩৮), ওই ক্যাম্পের বি/১ ব্লকের মৃত মৌলভী আফলাতুনের ছেলে সানাউল্লাহ (৪৮)।

৮ এপিবিএন এর উপ অধিনায়ক সিহাব কায়সার খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ( ২১ মার্চ) রাত পৌনে তিনটার সময় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ১৬ এর ডি ব্লকের পরিত্যক্ত ব্রাক স্কুলের পার্শ্বে অভিযান চালিয়ে ৪ রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়। এসময় ঘটনা স্থল হতে ১টি ছুরি, ১টি রামদা, ১টি লোহার পাত, ১টি লোহার হকি স্টিক, ২টি লোহার রড উদ্ধার করা হয়।

আইনী প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অস্ত্রসহ আসামীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments