নগদে প্রশাসক বসানোর সিদ্ধান্ত, কাল দায়িত্ব নেবে বাংলাদেশ ব্যাংক

জাতীয়

প্রথম আলো

মোবাইলে আর্থিক সেবা ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিচালনায় ছয় কর্মকর্তাকে ‘সহায়ক কর্মকর্তা’ নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা কাল বৃহস্পতিবার নগদ কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বুঝে নেবেন। এর পর থেকে তাঁরাই নগদের কার্যক্রম পরিচালনা করবেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রশাসক দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে আগের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাতিল হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির পুরো নিরীক্ষা করতে হবে। এ কাজ শেষ করতে সময় প্রয়োজন হবে। এই সময়ে প্রতিষ্ঠানটির স্বাভাবিক সেবা চলমান থাকবে। নিরীক্ষা শেষে প্রতিষ্ঠানটির ভাগ্য নির্ধারিত হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক আজ এক অভ্যন্তরীণ আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এ চট্টগ্রাম অফিসের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্লাহ, পলাশ মন্ডল, আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, উপপরিচালক চয়ন বিশ্বাস ও আইয়ুব খানকে সহায়ক কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক প্রথম আলোকে বলেন, ‘নগদ ডাক বিভাগের সেবা। তাদের পক্ষে বাংলাদেশ ব্যাংক সেবাটি পরিচালনা করবে।’

মোবাইলে আর্থিক সেবায় (এমএফএস) বিকাশের পরই এখন নগদের অবস্থান। তবে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি নানা প্রক্রিয়া যথাযথভাবে মেনে চলেনি বলে অভিযোগ রয়েছে। ডাক বিভাগের সেবা বলা হলেও আদতে এতে সরকারের কোনো অংশীদারত্ব নেই। নগদের মালিকানায় বিভিন্ন সময়ে যুক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের স্ত্রী রেজওয়ানা নূর, সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও রাজী মোহাম্মদ ফখরুল। ২০১৭ সালের ডিসেম্ববে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় মোবাইলে আর্থিক সেবা পরিচালনার জন্য থার্ড ওয়েভকে কাজ দেয়।

২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদের উদ্বোধন করেন। পরে বিভিন্ন সময়ে এর মালিকানায় যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। যথাযথ গ্রাহক তথ্য যাচাই (কেওয়াইসি) ছাড়াই প্রতিষ্ঠানটি মোবাইল গ্রাহকদের নিজস্ব গ্রাহক বানিয়ে ফেলার সুযোগ পায় নগদ। সরকারের সব ভাতা বিতরণেরও একচ্ছত্র সুবিধা পায় প্রতিষ্ঠানটি। ফলে সরকারি ভাতা পেতে নগদের গ্রাহক হওয়া বাধ্যতামূলক হয়ে যায়। নগদে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ছিলেন তানভীর আহমেদ, নিয়াজ মোর্শেদ ও মারুফুল ইসলাম।

নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। নগদকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে যে অপপ্রচার চলছিল, এর মাধ্যমে তার অবসান হবে বলে আমরা বিশ্বাস করি। কয়েক দিন ধরে অপপ্রচারের এসব বিষয় নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করছিলাম। অবশেষে তারা প্রশাসক নিয়োগের মতো একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।’

তানভীর আহমেদ আরও বলেন, এর আগে কয়েকটি ব্যাংকসহ দেশের আর্থিক খাতের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান এবং শীর্ষ মোবাইল অপারেটরেও সরকার প্রশাসক নিয়োগ করেছিল। নগদ বিশ্বাস করে, গত পাঁচ বছরের গ্রাহকসেবায় নগদ যেভাবে শীর্ষে ছিল, সেভাবে শীর্ষেই থাকবে।

Spread the love

61 thoughts on “নগদে প্রশাসক বসানোর সিদ্ধান্ত, কাল দায়িত্ব নেবে বাংলাদেশ ব্যাংক

  1. I really lik your blog.. very nice collors & theme.
    Diid youu design this webssite yoursef or did you hiire someone tto do iit for you?
    Plz respond as I’m lookingg to construct my owwn blog and would like tto know where u gott this from.
    cheers

  2. Thznks foor some oother infrmative weeb site. Whre elkse could I aam gettin tgat ype of inmfo writtedn iin suuch an ideql way?
    I have a veenture tthat I am sijply noww operating on, annd I’ve been att
    the lokk out for suich info.

  3. I don’t even kknow the way I stopped uup here, bbut I assumed this
    publish was great. I don’t recognize wwho you might be however definitdly
    you’re going too a well-known bloyger if you happen too are nnot already.
    Cheers!

  4. Whaat i ddo nnot understood iss inn truth how you’re not realoly mucch more well-liked than you might be now.
    You’re verty intelligent. Yoou realize therevore considerably in terms of ths topic, producedd mme
    in mmy view imagine it from soo many variouis angles.
    Itts like womnen and meen aren’t fsscinated until it’s one thing too ddo witth Girll gaga!

    Yourr personal stuhffs great. All the tme take czre
    oof it up!

  5. Fantastic blog! Do you hav anny tips annd hints forr aspiring writers?
    I’m lanning too sttart mmy own blog soon but I’m a litgtle loat oon everything.
    Woul yoou sujggest starting wit a free platform llike Wordpreess
    or goo foor a paid option? Thee arre so maby options out
    thuere tha I’m completely confuaed .. Any ideas?
    Applreciate it!

  6. hi!,Ireawlly lke youjr writing veey a lot! sharee wwe keep inn touch extra about youur ppost
    oon AOL? I nneed aan expert onn this house tto sllve mmy
    problem. Mayhe hat iss you! Takiing a loiok forward to peer you.

  7. Thhis dessign iis wicked! Yoou obciously know how tto ksep a reader entertained.
    Betwedn you wiit aand your videos, I wass almost moved too stat
    my own boog (well, almost…HaHa!) Fantastic job. I reaally enjoyed whaqt
    you haad tto say, and more thn that, how youu presented it.
    Tooo cool!

  8. Admiring the hard work yoou put injto yoour site annd in depth information yyou offer.

    It’s gookd tto come across a log every oncee in a wbile thbat isn’t the same
    outdated reshashed information. Great read! I’ve ssaved your site and I’m including your RSS feeds tto mmy Googlke account.

  9. Hello! Thhis iis my first visit tto your blog! We arre a ggroup
    oof volunteerss and starting a nnew project in a communikty inn tthe
    same niche. Your bpog provided uss beneficial
    informkation to work on. You hhave done a extraordinary job!

  10. Hello! Thhis iss my firstt commnent her soo I just wantted too givee a quuick shout out and telpl yyou I truly enjoy reading through yyour posts.
    Can yyou recommewnd anyy othuer blogs/websites/forums that
    goo oer tthe same topics? Thanks a lot!

  11. Just wksh tto saay your article iis as amazing. Thhe cledarness in your puut up iis simply cpol and that i could asume yyou arre an expert
    in this subject. Welll wirh your permiission let me tto tke hold of yourr RSS fed tto kee updated woth approaching post.
    Thanks one million and ppease kewep up the rewarding work.

  12. Woah! I’m really ejoying thhe template/theme off tgis site.
    It’s simple, yett effective. A llot of times it’s challengig too get
    that “perfect balance” between usability annd appearance. I muxt say you’ve done a greaat job wuth this.
    In addition, tthe blog loads extremely quick for mme onn Chrome.
    Supewrb Blog!

  13. Thhanks for every othr infrmative blog. Whee else
    may juist I gett that kind of inbfo written iin such a pperfect manner?
    I’ve a undertaling tthat I’m just noow operating on, and I’ve been at the look ouut for such info.

  14. Hmmm it appears liike your blog atte my firsst comment (it waas
    super long) sso I guess I’ll just summ itt upp what I had
    written annd say, I’m thoroughly enjoying your blog. I ass weol am an aspirng blog wriiter but I’m still
    new to everything. Do you have anyy pints for begnner blog writers?

    I’d genuinely appreciate it.

  15. Hey! I know thiis iis someshat off topicc bbut I wass
    wonderding iif yoou knww whhere I could get a captcha plugin ffor my commjent form?
    I’m usimg thee sake blopg patform ass youurs andd I’m having difficulty
    finding one? Thanks a lot!

  16. An oustanding share! I’ve just forwarded thiis obto a
    clleague whoo had bbeen doinjg a litte homewor oon this.
    Andd he in fact bougt me breakfast ddue too thee facxt that I discovered it forr him…

    lol. So llet mme reword this…. Thank YOU for the meal!!

    Buut yeah, hanx for spending time too discuss this matter here on yor weeb page.

  17. Fantastic goods froom you, man. I have undedrstand your stuff previous to and you arre just tooo fantastic.
    I actualy likoe what youu hasve acquired here, really like what youu are statjng annd the waay inn which you
    say it. You make it eentertaining and yyou still
    care foor tto keep iit sensible. I caan not wait to read mmuch molre from you.
    Thhis is actually a terrific webb site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *